Ajker Patrika

নওগাঁয় মাদক মামলায় নারীর যাবজ্জীবন

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২১: ২৮
নওগাঁয় মাদক মামলায় নারীর যাবজ্জীবন

নওগাঁয় মাদক মামলায় মর্জিনা বেগম (৩৬) নামের এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে নওগাঁর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

দণ্ডপ্রাপ্ত মর্জিনা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী। 

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালে পোরশার সারাইগাছী এলাকা থেকে মর্জিনাকে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর সদস্যরা। এ ঘটনায় ওই দিনই পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে মামলা হয়। ওই বছরই মামলার তদন্ত কর্মকর্তা মর্জিনার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষে আজ এই মামলার রায় দেন বিচারক। 

নওগাঁ জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল খালেক জানান, শুনানিতে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায়ে আদালত আরও উল্লেখ করেছেন, গ্রেপ্তার হওয়ার পর থেকে এ পর্যন্ত আসামি যত দিন হাজতবাস করেছে তা দণ্ডভোগ করেছে গণ্য করে ফৌজদারি কার্যবিধির ৩৫ (এ) ধারা মতে দণ্ডের মেয়াদ থেকে বাদ যাবে। 

আসামিপক্ষে মামলাটির শুনানি করেন নওগাঁ জজ আদালতের আইনজীবী শুভ্র সাহা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত