Ajker Patrika

যে প্রতিষ্ঠানে শতভাগ ফেল

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি 
যে প্রতিষ্ঠানে শতভাগ ফেল

একটি দাখিল মাদ্রাসার ২৪ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল। গতকাল বৃহস্পতিবার ফলাফল প্রকাশের পর জানা গেল, ওই মাদ্রাসার একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গণিপুর দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবকেরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের দাখিল পরীক্ষায় উপজেলার ১০টি মাদ্রাসার মোট ২৭৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে ৮২ জন পাস করেছে। অন্যরা অকৃতকার্য হয়েছে। এই উপজেলায় ২৯ দশমিক ৯৩ শতাংশ মাদ্রাসাশিক্ষার্থী পাস করেছে।

জানতে চাইলে গণিপুর দাখিল মাদ্রাসার সুপার হাবিবুর রহমান বলেন, ‘এমন রহস্যজনক ফল এর আগে কোনোবার হয়নি। পরীক্ষায় ২৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল, তাঁরা সবাই ফেল করেছে। কীভাবে এমনটি ঘটেছে, আমার জানা নেই। পরে ফল যাচাই করতে শিক্ষা বোর্ডে যোগাযোগ করা হবে।’

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল হাসান আজকের পত্রিকাকে বলেন, এবার গণিপুর দাখিল মাদ্রাসার পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। কেন কেউ পাস করতে পারল না, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ওই প্রতিষ্ঠানে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম বলেন, ‘শতভাগ অকৃতকার্য ফলাফলের বিষয়ে ওই প্রতিষ্ঠানের সুপার ও পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে বসা হবে। সেই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারা দেশে আরও ১০ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা

‘আজ বুঝলাম, সময়ের কাছে মানুষ কত অসহায়’—মৃত্যুর আগে স্ট্যাটাস স্বেচ্ছাসেবক লীগ নেতার

পাথর দিয়ে মাথা থেঁতলে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় চারজন গ্রেপ্তার

রামদা হাতে ভাইরাল সেই সাবেক যুবদল নেতাকে গুলি ও পায়ের রগ কেটে হত্যা

জগন্নাথপুরে এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া রাইদা হতে চায় চিকিৎসক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত