বগুড়া প্রতিনিধি
বগুড়ার গাবতলীতে বসত ঘরে লাগা আগুনে পুড়ে কাবাশি বেওয়া (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় গোয়াল ঘরে থাকা দুটি গরুও পুড়ে মারা যায়।
গতকাল সোমবার রাতে গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাবাশি বেওয়া মোস্তাফিজুর রহমনের শাশুড়ি। তিনি জামাই বাড়িতে থাকতেন।
বগুড়ার গাবতলীতে আগুনে পুড়ে এক বৃদ্ধাসহ দুইটি গরুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে মোস্তাফিজুর রহমান নামের ওই কৃষকের গোয়ালঘরসহ চারটি ঘর আসবাবপত্র পুড়ে ওই পরিবারটি নিঃস্ব হয়ে গেছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মোস্তাফিজুর রহমান জানান, সোমবার রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক বাল্ব বিস্ফোরণ থেকে গোয়াল ঘরের পাটখড়ির বেড়ায় আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন ঘর থেকে বের হতে পারলেও গোয়ালঘর সংলগ্ন ঘরে ঘুমিয়ে থাকা শাশুড়ি কাবশি বেওয়া বের হতে পারেননি। তিনি আগুনে পুড়ে ঘুমন্ত অবস্থাতেই মারা যান।
মোস্তাফিজুর রহমন বলেন, অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, গরু বিক্রি করা নগদ ৭০ হাজার টাকাসহ সর্বস্ব পুড়ে গেছে। গোয়াল ঘরে থাকা তিনটি গরুর মধ্যে দুইটি গরু মারা গেছে। অপর একটি গরুর অবস্থা আশঙ্কাজনক।
কলাকোপা গ্রামে সাহেদ আলী বলেন, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসে খবর দিয়ে গ্রামের লোকজন আগুন নেভাতে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের গাড়ি রাস্তা ভুল করে অন্য গ্রামে চলে যায়। গ্রামের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন।
গাবতলী ফায়ার স্টেশনের ফায়ারম্যান জহুরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক বাল্ব বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। রাতে রাস্তা চিনতে না পারায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে পুড়ে মারা যাওয়া কাবাশি বেওয়ার মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বগুড়ার গাবতলীতে বসত ঘরে লাগা আগুনে পুড়ে কাবাশি বেওয়া (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় গোয়াল ঘরে থাকা দুটি গরুও পুড়ে মারা যায়।
গতকাল সোমবার রাতে গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাবাশি বেওয়া মোস্তাফিজুর রহমনের শাশুড়ি। তিনি জামাই বাড়িতে থাকতেন।
বগুড়ার গাবতলীতে আগুনে পুড়ে এক বৃদ্ধাসহ দুইটি গরুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে মোস্তাফিজুর রহমান নামের ওই কৃষকের গোয়ালঘরসহ চারটি ঘর আসবাবপত্র পুড়ে ওই পরিবারটি নিঃস্ব হয়ে গেছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মোস্তাফিজুর রহমান জানান, সোমবার রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক বাল্ব বিস্ফোরণ থেকে গোয়াল ঘরের পাটখড়ির বেড়ায় আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন ঘর থেকে বের হতে পারলেও গোয়ালঘর সংলগ্ন ঘরে ঘুমিয়ে থাকা শাশুড়ি কাবশি বেওয়া বের হতে পারেননি। তিনি আগুনে পুড়ে ঘুমন্ত অবস্থাতেই মারা যান।
মোস্তাফিজুর রহমন বলেন, অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, গরু বিক্রি করা নগদ ৭০ হাজার টাকাসহ সর্বস্ব পুড়ে গেছে। গোয়াল ঘরে থাকা তিনটি গরুর মধ্যে দুইটি গরু মারা গেছে। অপর একটি গরুর অবস্থা আশঙ্কাজনক।
কলাকোপা গ্রামে সাহেদ আলী বলেন, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসে খবর দিয়ে গ্রামের লোকজন আগুন নেভাতে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের গাড়ি রাস্তা ভুল করে অন্য গ্রামে চলে যায়। গ্রামের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন।
গাবতলী ফায়ার স্টেশনের ফায়ারম্যান জহুরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক বাল্ব বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। রাতে রাস্তা চিনতে না পারায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে পুড়ে মারা যাওয়া কাবাশি বেওয়ার মরদেহ হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্র ও দলীয় নেতাদের বরাতে জানা গেছে, ফজর আলী দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন মিছিল-সমাবেশে সক্রিয় অংশগ্রহণ করতেন। তবে গত ৫ আগস্টের পর তিনি স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে চলাফেরা শুরু করেন এবং নিজেকে বিএনপির কর্মী দাবি করতে থাকেন। এ অবস্থায়, ঘটনার পর...
২ মিনিট আগেরাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে (ডিবি) লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় জড়িত মূল শুটারকে অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
২৩ মিনিট আগেআইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রাতে নিজ ঘরের কক্ষ থেকে ডেকে বের করা হয় আব্দুর রহিমকে। বাড়ির উঠানে ১০ থেকে ১২ জনের একটি দল উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে কোপানোর সময় নিহতের স্ত্রীসহ স্বজনরা বাঁধা দিতে আসলে তাদেরকেও মারধর করা হয়। পরে ঘটনাস্থলেই মারা যান আব্দুর রহিম। পরে পুলিশকে খবর দিলে সকালে নিহতের মরদেহ...
১ ঘণ্টা আগেসৌমিক বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুর গ্রামের তৌফিকুর রহমানের ছেলে। তবে পরিবারটি শহরের জলেশ্বরীতলা এলাকায় বসবাস করছিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
১ ঘণ্টা আগে