Ajker Patrika

রাজশাহীতে এবার ৭৫ টাকায় দুধ, মিলবে ২৭ রমজান পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে এবার ৭৫ টাকায় দুধ, মিলবে ২৭ রমজান পর্যন্ত

পবিত্র রমজান মাস উপলক্ষে রাজশাহীতে ২০ টাকা হালি দরে ডিম বিক্রি শুরুর পর এবার ৭৫ টাকা লিটার দুধ বিক্রি শুরু হয়েছে। ২৭ রমজান পর্যন্ত এই দরে ডিম ও দুধ কিনতে পারবে সাধারণ মানুষ। মহানগর এলাকায় চলবে এই কার্যক্রম।

জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আজ সোমবার থেকে ৭৫ টাকা লিটারে দুধ বিক্রি শুরু হয়েছে। এ ছাড়া গতকাল রোববার থেকে ৫ টাকা দরে অর্থাৎ ২০ টাকা হালি ডিম বিক্রি শুরু করেছে আমান পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড।

রাজশাহীর বাজারে এখন একটি ডিম ১০-১২ টাকায় বিক্রি হচ্ছে। অথচ এই কার্যক্রমের আওতায় একজন ক্রেতা ৫ টাকায় একটি হিসেবে সর্বোচ্চ ৩০টি ডিম কিনতে পারবেন। নগরীর সাগরপাড়া বটতলা মোড়ে আমান পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের কার্যালয় থেকে ডিম বিক্রি করা হচ্ছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার মো. আখতার হোসেন বলেন, সরকার দেশব্যাপী স্থানীয় পর্যায়ে ডিম, দুধ, মাংস কম দামে বিক্রি করার উদ্যোগ নিয়েছে। সেই নির্দেশনায় তারা রাজশাহীর বিভিন্ন জায়গায় কোম্পানি বা উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করে এই কার্যক্রম চালাচ্ছে। প্রথম দিন আমান পোল্ট্রি ডিম বিক্রি শুরু করে। একইভাবে তারা নাবা ক্যাটেল ফার্মের সঙ্গে কথা বলে এবং সুলভ মূল্যে দুধ বিক্রিতে উদ্বুদ্ধ করে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরও বলেন, আজ সোমবার দুপুর থেকে তারা দুধ বিক্রি কার্যক্রম শুরু করেছে। এর আওতায় ৯৫ টাকার পাস্তুরিত দুধ ৭৫ টাকা লিটার দরে বিক্রি করা হচ্ছে। তারা শহীদ কামারুজ্জামান চত্বরসহ বিভিন্ন পয়েন্ট ঘুরে ঘুরে একেক দিন দুধ বিক্রি করবে। আগামী ২৭ রমজান পর্যন্ত দুধ বিক্রি কার্যক্রম চলবে। এই কার্যক্রমে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত