Ajker Patrika

পাবনায় ছাত্রলীগের সভায় হামলা: দুই নেতাকে সংগঠন থেকে অব্যাহতি

পাবনা প্রতিনিধি
পাবনায় ছাত্রলীগের সভায় হামলা: দুই নেতাকে সংগঠন থেকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাবনা জেলা ছাত্রলীগের দুই নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর সুপারিশও করা হয়েছে। 

অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন–জেলা ছাত্রলীগের সাবেক কার্যনিবাহী কমিটির সাবেক সদস্য মুস্তাকিম মুহিব ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শীষ মোহাম্মদ। 

পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ ও সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

সংগঠনটির সভাপতি মিজানুর রহমান সবুজ বলেন, আজ বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের নির্বাচন সংক্রান্ত বর্ধিত সভা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ওই সভায় পাবনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেনের ছেলে জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মুস্তাকিম মুহিব ও সাবেক সহ সম্পাদক শীষ মোহাম্মদের নেতৃত্বে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরিস্থিতি শান্ত করতে জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ এগিয়ে গেলে তাঁকে চেয়ার দিয়ে আঘাত করা হয়। 

এ ঘটনার পর জেলা ছাত্রলীগের এক জরুরি বৈঠকে তাঁদের দুজনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে সুপারিশ দেওয়া হয়েছে তাঁদের স্থায়ী বহিষ্কারের জন্য। 

এ বিষয়ে মুস্তাকিম মুহিব বলেন, ‘সামান্য অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে এ ঘটনার সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। ঈর্ষান্বিত হয়ে একটি মহল তিলকে তাল বানিয়ে ঘটনাটি অপ্রত্যাশিত রূপ দিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত