Ajker Patrika

পাবনায় ছাত্রলীগের সভায় হামলা: দুই নেতাকে সংগঠন থেকে অব্যাহতি

পাবনা প্রতিনিধি
পাবনায় ছাত্রলীগের সভায় হামলা: দুই নেতাকে সংগঠন থেকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাবনা জেলা ছাত্রলীগের দুই নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর সুপারিশও করা হয়েছে। 

অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন–জেলা ছাত্রলীগের সাবেক কার্যনিবাহী কমিটির সাবেক সদস্য মুস্তাকিম মুহিব ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শীষ মোহাম্মদ। 

পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ ও সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

সংগঠনটির সভাপতি মিজানুর রহমান সবুজ বলেন, আজ বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের নির্বাচন সংক্রান্ত বর্ধিত সভা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ওই সভায় পাবনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেনের ছেলে জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মুস্তাকিম মুহিব ও সাবেক সহ সম্পাদক শীষ মোহাম্মদের নেতৃত্বে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরিস্থিতি শান্ত করতে জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ এগিয়ে গেলে তাঁকে চেয়ার দিয়ে আঘাত করা হয়। 

এ ঘটনার পর জেলা ছাত্রলীগের এক জরুরি বৈঠকে তাঁদের দুজনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে সুপারিশ দেওয়া হয়েছে তাঁদের স্থায়ী বহিষ্কারের জন্য। 

এ বিষয়ে মুস্তাকিম মুহিব বলেন, ‘সামান্য অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে এ ঘটনার সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। ঈর্ষান্বিত হয়ে একটি মহল তিলকে তাল বানিয়ে ঘটনাটি অপ্রত্যাশিত রূপ দিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত