চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ফরমালিন পরীক্ষা ছাড়াই ঢুকছে ভারতীয় ফল। অনেকে ভুয়া সনদ দিয়ে পানামায় ভারতীয় ফলের ট্রাক খালাস করে দেশের বিভিন্ন জেলায় পাঠিয়ে দিচ্ছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ বলছে, ফরমালিন মেশানো ফল বা যে কোনো খাদ্য খেলে মানবদেহের অনেক ক্ষতি হবে। হতে পারে মরণব্যাধি ক্যানসারসহ বিভিন্ন জটিল ও কঠিন রোগ।
সরেজমিনে সোনামসজিদ স্থলবন্দর ঘুরে দেখা গেছে, ভারতের পাঞ্জাব, কাশির, নাসিক, নাগপুর, দিল্লিসহ বিভিন্ন প্রদেশ থেকে ফল বোঝায় ট্রাক আসছে। আর ভারতের মহাদীপুর স্থলবন্দরে পৌঁছাতে সময় লাগছে ৮-১০ দিন। তারপরও ভারতীয় ফল অক্ষত দেখা যায়। এর আগে স্থলবন্দরে ফরমালিন পরীক্ষা করার জন্য একটি পরীক্ষাগার ছিল। পরীক্ষাগার থেকে ফরমালিন পরীক্ষা করে সনদ দেওয়া হতো। কিন্তু বর্তমানে স্থলবন্দর এলাকায় কোনো ফরমালিন পরীক্ষাগার নেই। তবে স্থলবন্দর কাস্টমস বলছে, তারা ফরমালিন পরীক্ষার সনদ হাতে পেলে ফলের ট্রাক ছাড় দিচ্ছে।
তবে অভিযোগ উঠেছে, কোনো রকম ফরমালিন পরীক্ষা ছাড়াই টাকার বিনিময়ে মিলছে সনদ। এ সনদ দিচ্ছে সোনামসজিদ স্থলবন্দরে অবস্থিত উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র। কিন্তু উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র কর্তৃপক্ষ অভিযোগটি অস্বীকার করেছে।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আজিজুল হক সুইট বলেন, ফরমালিন মানবদেহের জন্য সম্পূর্ণ নিষেধ। ফরমালিনযুক্ত খাবার বা ফল খেলে লিভার ক্যানসার, যক্ষ্মাসহ মরণব্যাধি রোগ হওয়া আবশ্যক। তাই স্বাস্থ্য বিভাগ ফরমালিনকে একদম নিষেধ করেছে।
এ বিষয়ে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা খন্দকার আব্দুল হাই বলেন, আমরা শুধু গম, ভুট্টা, চাল, পেঁয়াজ ও ফলের রোগ-পোকামাকড় আছে কি না তা নিশ্চয়তা করি। এরপর সনদ দেই। এ ছাড়া আমাদের এখানে ফরমালিন পরীক্ষা করার জন্য যন্ত্রাংশ নেই। তাহলে ফরমালিন পরীক্ষার সনদ কীভাবে দেব?
সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ফরমালিন পরীক্ষার করার জন্য আমাদের কোনো নীতিমালা নেই। আমদানিকারকরা ফরমালিন পরীক্ষার সনদ আমাদের দেয়। তাই দেখে ফলের ট্রাক ছাড়ে দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ফরমালিন পরীক্ষা ছাড়াই ঢুকছে ভারতীয় ফল। অনেকে ভুয়া সনদ দিয়ে পানামায় ভারতীয় ফলের ট্রাক খালাস করে দেশের বিভিন্ন জেলায় পাঠিয়ে দিচ্ছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ বলছে, ফরমালিন মেশানো ফল বা যে কোনো খাদ্য খেলে মানবদেহের অনেক ক্ষতি হবে। হতে পারে মরণব্যাধি ক্যানসারসহ বিভিন্ন জটিল ও কঠিন রোগ।
সরেজমিনে সোনামসজিদ স্থলবন্দর ঘুরে দেখা গেছে, ভারতের পাঞ্জাব, কাশির, নাসিক, নাগপুর, দিল্লিসহ বিভিন্ন প্রদেশ থেকে ফল বোঝায় ট্রাক আসছে। আর ভারতের মহাদীপুর স্থলবন্দরে পৌঁছাতে সময় লাগছে ৮-১০ দিন। তারপরও ভারতীয় ফল অক্ষত দেখা যায়। এর আগে স্থলবন্দরে ফরমালিন পরীক্ষা করার জন্য একটি পরীক্ষাগার ছিল। পরীক্ষাগার থেকে ফরমালিন পরীক্ষা করে সনদ দেওয়া হতো। কিন্তু বর্তমানে স্থলবন্দর এলাকায় কোনো ফরমালিন পরীক্ষাগার নেই। তবে স্থলবন্দর কাস্টমস বলছে, তারা ফরমালিন পরীক্ষার সনদ হাতে পেলে ফলের ট্রাক ছাড় দিচ্ছে।
তবে অভিযোগ উঠেছে, কোনো রকম ফরমালিন পরীক্ষা ছাড়াই টাকার বিনিময়ে মিলছে সনদ। এ সনদ দিচ্ছে সোনামসজিদ স্থলবন্দরে অবস্থিত উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র। কিন্তু উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র কর্তৃপক্ষ অভিযোগটি অস্বীকার করেছে।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আজিজুল হক সুইট বলেন, ফরমালিন মানবদেহের জন্য সম্পূর্ণ নিষেধ। ফরমালিনযুক্ত খাবার বা ফল খেলে লিভার ক্যানসার, যক্ষ্মাসহ মরণব্যাধি রোগ হওয়া আবশ্যক। তাই স্বাস্থ্য বিভাগ ফরমালিনকে একদম নিষেধ করেছে।
এ বিষয়ে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা খন্দকার আব্দুল হাই বলেন, আমরা শুধু গম, ভুট্টা, চাল, পেঁয়াজ ও ফলের রোগ-পোকামাকড় আছে কি না তা নিশ্চয়তা করি। এরপর সনদ দেই। এ ছাড়া আমাদের এখানে ফরমালিন পরীক্ষা করার জন্য যন্ত্রাংশ নেই। তাহলে ফরমালিন পরীক্ষার সনদ কীভাবে দেব?
সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ফরমালিন পরীক্ষার করার জন্য আমাদের কোনো নীতিমালা নেই। আমদানিকারকরা ফরমালিন পরীক্ষার সনদ আমাদের দেয়। তাই দেখে ফলের ট্রাক ছাড়ে দেওয়া হয়।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২ ঘণ্টা আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
২ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগে