বগুড়া প্রতিনিধি
বগুড়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে সেবা নিতে গিয়ে জাহিদুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ সোমবার (৭ নভেম্বর) বেলা ১১ টার দিকে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, সরকারি ঘরের বিষয়ে কথা বলতে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলেন তিনি। হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের কর্তব্যরত চিকিৎসক ডা. দিবাকর গিয়ে তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হতে পারে বলে পারিবারিক সূত্রে জানা যায়। জাহিদুল পেশায় একজন দরজি ছিলেন।
এ ঘটনায় নিহত জাহিদুলের ছেলে মিরাজুল ইসলাম বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে উচ্চরক্তচাপ ও হৃদ্রোগে ভুগছিলেন। সকালে স্বাভাবিক অবস্থায় তিনি বাসা থেকে বের হন। ডিসি অফিসে সরকারি ঘরের কাজ বিষয়ে সেখানে গিয়েছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি।’
সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম বলেন, ‘বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন থেকে জানানো হয়, একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। পরে আমি একজন ডাক্তারকে সেখানে পাঠাই। তিনি জানান যে লোকটি মারা গেছেন।’
জেলা প্রশাসক মো. জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘কার্যালয়ে সেবা নিতে আসা এক ব্যক্তি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে আমরা ডাক্তার ও পুলিশকে খবর দিই। ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণে জাহিদুলের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’
বগুড়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে সেবা নিতে গিয়ে জাহিদুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ সোমবার (৭ নভেম্বর) বেলা ১১ টার দিকে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, সরকারি ঘরের বিষয়ে কথা বলতে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলেন তিনি। হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের কর্তব্যরত চিকিৎসক ডা. দিবাকর গিয়ে তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হতে পারে বলে পারিবারিক সূত্রে জানা যায়। জাহিদুল পেশায় একজন দরজি ছিলেন।
এ ঘটনায় নিহত জাহিদুলের ছেলে মিরাজুল ইসলাম বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে উচ্চরক্তচাপ ও হৃদ্রোগে ভুগছিলেন। সকালে স্বাভাবিক অবস্থায় তিনি বাসা থেকে বের হন। ডিসি অফিসে সরকারি ঘরের কাজ বিষয়ে সেখানে গিয়েছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি।’
সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম বলেন, ‘বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন থেকে জানানো হয়, একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। পরে আমি একজন ডাক্তারকে সেখানে পাঠাই। তিনি জানান যে লোকটি মারা গেছেন।’
জেলা প্রশাসক মো. জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘কার্যালয়ে সেবা নিতে আসা এক ব্যক্তি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে আমরা ডাক্তার ও পুলিশকে খবর দিই। ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণে জাহিদুলের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’
ঢাকার বনানী এলাকার সিসা বারে ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে হত্যার ঘটনায় কুমিল্লা থেকে গ্রেপ্তার দুই আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন তাঁদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
৩ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জে নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল বিবিয়ানা গ্যাস ফিল্ড কর্মকর্তা তানভীর আহমেদের (৩০) মরদেহ। শনিবার (১৬ আগস্ট) সকালে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
৭ মিনিট আগেশেরপুরে কাঠবোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যান উল্টে দাদা-নাতির মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার রৌহা ইউনিয়নের বেলতলী বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার হালগড়া গ্রামের বাসিন্দা মোফাজ্জল মিস্ত্রি ও তাঁর নাতি হোসাইন (১১)। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রৌহা...
১০ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকারের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ১৩ আগস্ট ভুক্তভোগী শিক্ষার্থীর মা বিভাগের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ জমা দেন।
১৩ মিনিট আগে