Ajker Patrika

সেবা নিতে এসে লাশ হয়ে ফিরলেন জাহিদুল

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ০৯: ৩৮
সেবা নিতে এসে লাশ হয়ে ফিরলেন জাহিদুল

বগুড়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে সেবা নিতে গিয়ে জাহিদুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ সোমবার (৭ নভেম্বর) বেলা ১১ টার দিকে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, সরকারি ঘরের বিষয়ে কথা বলতে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলেন তিনি। হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের কর্তব্যরত চিকিৎসক ডা. দিবাকর গিয়ে তাঁকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হতে পারে বলে পারিবারিক সূত্রে জানা যায়। জাহিদুল পেশায় একজন দরজি ছিলেন।

এ ঘটনায় নিহত জাহিদুলের ছেলে মিরাজুল ইসলাম বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে উচ্চরক্তচাপ ও হৃদ্‌রোগে ভুগছিলেন। সকালে স্বাভাবিক অবস্থায় তিনি বাসা থেকে বের হন। ডিসি অফিসে সরকারি ঘরের কাজ বিষয়ে সেখানে গিয়েছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি।’

সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম বলেন, ‘বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন থেকে জানানো হয়, একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। পরে আমি একজন ডাক্তারকে সেখানে পাঠাই। তিনি জানান যে লোকটি মারা গেছেন।’

জেলা প্রশাসক মো. জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘কার্যালয়ে সেবা নিতে আসা এক ব্যক্তি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে আমরা ডাক্তার ও পুলিশকে খবর দিই। ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণে জাহিদুলের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত