Ajker Patrika

সড়কে মাটি রাখায় চলাচলে ভোগান্তি, ৬ লাখ টাকা জরিমানা

প্রতিনিধি
সড়কে মাটি রাখায় চলাচলে ভোগান্তি, ৬ লাখ টাকা জরিমানা

পুঠিয়া (রাজশাহী): রাজশাহীর পুঠিয়ায় পুকুর খনন করে রাস্তার পাশে ও উপরে মাটি ফেলে রাখা হয়েছে। এতে পথচারী ও যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আর বৃষ্টি হলে পানিতে গোটা রাস্তা কাঁদা হয়ে যায়। এলাকাবাসী বারবার বললেও মাটি না সরালে তিন জনকে ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার (২১ মে) সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া বাজার এলাকার এ ঘটনায় তিনজনকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। অর্থদণ্ড প্রাপ্তরা হলেন-মোল্লাপাড়া এলাকার বনকুড়ির নুরুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (৫২), খোকসা গ্রামের মৃত হাসেম আলীর ছেলে নাহিদ ইসলাম (৩২) ও খোকসা গ্রামের জালাল উদ্দিনের ছেলে সোহরাব হোসেন (৩১)।

তাপস কুমার নামে স্থানীয় একজন ব্যবসায়ি বলেন, অর্থদন্ডপ্রাপ্তরা পুকুর খনন করে রাস্তার পাশে ও উপরে মাটি ফেলে রেখেছে। আর বৃষ্টি হলে পানিতে গোটা রাস্তায় কাঁদা হয়ে যায়। সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সড়কটি। পাশাপাশি পাকা রাস্তাগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয় লোকজন তাঁদের মাটিগুলো সরাতে বলা হলেও কোনো লাভ হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, মিনি বিশ্বরোডে মাটি ফেলে কর্দমাক্ত করায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পুকুর খননকারীরা যত্রতত্রভাবে মাটি বহনের কারণে সড়কের বিভিন্ন জায়গা নষ্ট হয়ে যাচ্ছে। তাঁদের লিখিত ও প্রচারমাধ্যমে একাধিকবার সড়কে পড়ে থাকা মাটি সরানোর জন্য বলা হয়েছে। তাঁরা কোনো কর্ণপাত করেনি। যার কারণে তাঁদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়েছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত