Ajker Patrika

রাজশাহীতে ভগ্নিপতি হত্যা মামলায় যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আমিনুল ইসলাম মিন্টু। ছবি: সংগৃহীত
আমিনুল ইসলাম মিন্টু। ছবি: সংগৃহীত

রাজশাহীতে ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার ঘটনায় আমিনুল ইসলাম মিন্টু (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার রাত ৮টার দিকে রাজশাহী এয়ারপোর্ট থানার পালপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আমিনুল ইসলাম রাজশাহীর শাহমখদুম থানার ভুগরইল গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে। গত শনিবার (২২ মার্চ) পৈতৃক সম্পত্তি ভাগাভাগির সময় আমিনুল তাঁর বোন শারমিন সুলতানার স্বামী রুহুল আমিনের (৩৮) সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে হাতে থাকা হাঁসুয়া দিয়ে রুহুল আমিনকে কোপ দেন সম্বন্ধী আমিনুল। হাসপাতালে নেওয়া হলে রুহুল আমিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রুহুল আমিনের বাবা বাদী হয়ে মামলা করেছেন।

আজ মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হত্যাকাণ্ডের পর থেকে মামলার প্রধান আসামি আমিনুল ইসলাম পলাতক ছিলেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‍্যাব ছায়া তদন্ত করছিল। আমিনুলের অবস্থান নিশ্চিত হয়ে র‍্যাব তাঁকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তাঁকে শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত