Ajker Patrika

বগুড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার স্কুলদপ্তরি কারাগারে

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার স্কুলদপ্তরি কারাগারে

বগুড়ার শেরপুরে ২০টি ইয়াবা ট্যাবলেটসহ ইয়াছিন আলী (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার তাকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার কুসুম্বি ইউনিয়নের কেল্লাপোষী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেপ্তার যুবককে বাড়ি কুসুম্বি ইউনিয়নের উত্তর আমইনের পূর্বপাড়া গ্রামে। তিনি ওই ইউনিয়নের আমইন সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরির চাকরি করেন। 

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার পর ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। রাত পৌনে ১১টায় কেল্লাপোষী বাজার এলাকায় একটি হোটেলের সামনে ইয়াছিন আলী নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছে জব্দ করা হয় ২০টি ইয়াবা ট্যাবলেট। 

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার রাতে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আজ রোববার তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।’ 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, আমইন প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি ইনছান আলী। এ ঘটনা তিনি জেনেছেন। ইনছানকে সাময়িকভাবে বরখাস্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত