Ajker Patrika

রাবিতে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে ৩ সাংবাদিক আহত

রাবি প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৭: ১৪
রাবিতে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে ৩ সাংবাদিক আহত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় সংবাদ সংগ্রহের সময় ক্যাম্পাসে কর্মরত তিন সাংবাদিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আর বাকি একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাবি সাংবাদিক সমিতির সভাপতি তৌসিফ কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন। 

আহত তিন সাংবাদিক হলেন বাংলানিউজের মীর কাদির, বাংলাদেশ প্রতিদিনের রায়হান ইসলাম ও নিউজ জি ২৪-এর আল জাবের। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টা ধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ছুড়ছে। 

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম বলেন, ‘এ পর্যন্ত আহতের সংখ্যা দুই শতাধিক ছাড়িয়ে গেছে। ঘটনার তিন ঘণ্টা পেরিয়ে গেলেও কেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেননি জানতে চাইলে তিনি বলেন, এখন এসব ব্যাখ্যা করার সময় নয়, কাজ করার সময়। আমাদের কাজ করতে দিন।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত