Ajker Patrika

রাজশাহী সিটি কলেজে শিবির-ছাত্রদল হাতাহাতির ঘটনায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী সিটি কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
রাজশাহী সিটি কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী সরকারি সিটি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

আজ বুধবার (১৯ নভেম্বর) সকালে কলেজ চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, আগের দিনের ঘটনার পর পুরো ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক শিক্ষার্থী ভয়ে কলেজে আসেননি। তাঁরা দ্রুত তদন্ত করে ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি কলেজে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান তাঁরা।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ইসলামী ছাত্রশিবিরের বহিরাগত কয়েকজন কলেজে প্রবেশের চেষ্টা করলে ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের পরিচয়পত্র দেখতে চান। এ সময় দুপক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে হাতাহাতি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ