রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ আমীর আলী হলে ছাত্রলীগ নেতা-কর্মীদের কক্ষে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র ও বিদেশি মদের খালি বোতল জব্দ করা হয়েছে। আজ রোববার বেলা পৌনে ২টার দিকে তল্লাশি শুরু হয়। হলের সাধারণ শিক্ষার্থী, হল প্রশাসন, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ছাত্রলীগ নেতা-কর্মীদের অন্তত ১৯টি কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় ছয়টি রামদা, চারটি ছুরি, দুটি কাঁচি, বেশ কিছু রড ও বিদেশি মদের খালি বোতল জব্দ করা হয়।
অভিযানের বিষয়ে সৈয়দ আমীর আলী হলের আবাসিক শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের হলে ছাত্রলীগ যেসব অস্ত্রের মাধ্যমে ত্রাস সৃষ্টি করেছিল, আজ আমরা হলের আবাসিক শিক্ষক, পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় তা জব্দ করি। আবাসিক শিক্ষকেরা আমাদের আশ্বাস দিয়েছেন, এ কক্ষগুলো সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বণ্টন করা হবে। আমীর আলী হলে আজকে থেকে কোনো রাজনীতি ও অস্ত্রের ঝনঝনানি থাকবে না। আমরা সাধারণ শিক্ষার্থীরা—এটাই চাই।’
এ বিষয়ে হলের আবাসিক শিক্ষক সহযোগী অধ্যাপক কৌশিক সরকার বলেন, ‘আজকে সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় ছাত্রলীগের কক্ষগুলোতে তল্লাশি চালানো হয়েছে। এ সময় আমরা অনেকগুলো অস্ত্র পেয়েছি। পুলিশ সেগুলো মতিহার থানায় নিয়ে গেছে। আমীর আলী হল এখন শঙ্কা ও রাজনীতিমুক্ত। শিক্ষার্থীরা একটা সুন্দর পরিবেশ চায়, আমরা তার জন্য কাজ করছি। পরবর্তী সময় এ কক্ষগুলো সাধারণ বিবেচনা করে হল প্রাধ্যক্ষ ও শিক্ষার্থীদের সহযোগিতায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বণ্টন করা হবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ আমীর আলী হলে ছাত্রলীগ নেতা-কর্মীদের কক্ষে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র ও বিদেশি মদের খালি বোতল জব্দ করা হয়েছে। আজ রোববার বেলা পৌনে ২টার দিকে তল্লাশি শুরু হয়। হলের সাধারণ শিক্ষার্থী, হল প্রশাসন, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ছাত্রলীগ নেতা-কর্মীদের অন্তত ১৯টি কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় ছয়টি রামদা, চারটি ছুরি, দুটি কাঁচি, বেশ কিছু রড ও বিদেশি মদের খালি বোতল জব্দ করা হয়।
অভিযানের বিষয়ে সৈয়দ আমীর আলী হলের আবাসিক শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের হলে ছাত্রলীগ যেসব অস্ত্রের মাধ্যমে ত্রাস সৃষ্টি করেছিল, আজ আমরা হলের আবাসিক শিক্ষক, পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় তা জব্দ করি। আবাসিক শিক্ষকেরা আমাদের আশ্বাস দিয়েছেন, এ কক্ষগুলো সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বণ্টন করা হবে। আমীর আলী হলে আজকে থেকে কোনো রাজনীতি ও অস্ত্রের ঝনঝনানি থাকবে না। আমরা সাধারণ শিক্ষার্থীরা—এটাই চাই।’
এ বিষয়ে হলের আবাসিক শিক্ষক সহযোগী অধ্যাপক কৌশিক সরকার বলেন, ‘আজকে সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় ছাত্রলীগের কক্ষগুলোতে তল্লাশি চালানো হয়েছে। এ সময় আমরা অনেকগুলো অস্ত্র পেয়েছি। পুলিশ সেগুলো মতিহার থানায় নিয়ে গেছে। আমীর আলী হল এখন শঙ্কা ও রাজনীতিমুক্ত। শিক্ষার্থীরা একটা সুন্দর পরিবেশ চায়, আমরা তার জন্য কাজ করছি। পরবর্তী সময় এ কক্ষগুলো সাধারণ বিবেচনা করে হল প্রাধ্যক্ষ ও শিক্ষার্থীদের সহযোগিতায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বণ্টন করা হবে।’
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৬ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৬ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৬ ঘণ্টা আগে