Ajker Patrika

পবায় হিমাগার থেকে ১৯৫৭ বস্তা আলু জব্দ, পরে খোলাবাজারে বিক্রি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    
হিমাগার থেকে আলু জব্দের পর খোলাবাজারে বিক্রি করা হয়। ছবি: আজকের পত্রিকা
হিমাগার থেকে আলু জব্দের পর খোলাবাজারে বিক্রি করা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর পবা উপজেলায় দুটি হিমাগার থেকে ১ হাজার ৯৫৭ বস্তা মজুদ করা আলু জব্দ করে খোলাবাজারে বিক্রি করেছে প্রশাসন। আজ রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান। অভিযান পরিচালনায় পবা থানা-পুলিশ সহযোগিতা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আলুর বাজারে কয়েকদফা মূল্য বৃদ্ধি নিয়ে চলমান অস্থিরতা ঠেকাতে সম্প্রতি পাইকারি ও খুচরা পর্যায়ে দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। নির্ধারিত সময় অনুযায়ী ৩০ নভেম্বরের পর হিমাগারে আলু মজুদ রাখা নিষিদ্ধ। তবে, পবা উপজেলার আমান ও রহমান কোল্ড স্টোরেজে বিপুল পরিমাণ আলু সংরক্ষণ করা হচ্ছিল, যা নিয়মবহির্ভূত।

অভিযানে আমান কোল্ড স্টোরেজে ৪৫২ বস্তা ও রহমান কোল্ড স্টোরেজে ১ হাজার ৫০৫ বস্তা আলু জব্দ করা হয়। পরে উপস্থিত ক্রেতাদের উপস্থিতিতে খোলা বাজারে ডাকের মাধ্যমে প্রতি কেজি আলু ৩৯ টাকা দরে বিক্রি করা হয়। এই আলু ভোক্তাদের কাছে খুচরা বাজারে প্রতিকেজি ৪৫ টাকা দরে বিক্রি করা হবে।

উল্লেখ্য, রাজশাহী জেলায় ৪৩টি হিমাগার রয়েছে। এতে সংরক্ষণ বা মজুদ করা যায় প্রায় ৮৫ লাখ বস্তা আলু। তবে এখনও অনেক হিমাগারে আলু মজুদ রয়েছে। প্রতিবস্তায় আলু থাকে ৬৫ কেজি। প্রশাসন জানিয়েছে, পর্যায়ক্রমে সব হিমাগারে অভিযান চালানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত