Ajker Patrika

বৃষ্টি উপেক্ষা করে বগুড়ার সাতমাথায় শিক্ষার্থীদের অবস্থান নিয়ে বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০২ আগস্ট ২০২৪, ২০: ৩৮
বৃষ্টি উপেক্ষা করে বগুড়ার সাতমাথায় শিক্ষার্থীদের অবস্থান নিয়ে বিক্ষোভ

বগুড়ায় বৃষ্টি উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজ শেষে গণমিছিল ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাঁরা সাতমাথা চত্বরে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এতে শিক্ষার্থীরা ছাড়াও অনেক অভিভাবককে অংশ নিতে দেখা যায়। একই দিনে দুপুরে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ অবস্থান কর্মসূচি ঘোষণা করলেও হাতে গোনা কয়েকজন নেতা–কর্মী ছাড়া কেউ সেখানে হাজির হননি। 

সকাল থেকে বগুড়ায় টানা বৃষ্টি হচ্ছিল। এরই মাঝে আজ শুক্রবার জুমার নামাজ শেষে শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচি ছিল গণমিছিল। বেলা আড়াইটার দিকে শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল সাতমাথা চত্বরে পৌঁছে। সেখান থেকে মিছিলটি কাজী নজরুল ইসলাম সড়ক হয়ে দত্তবাড়ী অভিমুখে যায়। আগে থেকেই ওই এলাকায় সমবেত শিক্ষার্থীরা সেই মিছিলে যোগ দিলে পুনরায় মিছিলটি সাতমাথায় ফেরেন। সেখানে অবস্থান নিয়ে তাঁরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে শুরু করেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বৃষ্টির মাঝেই তাঁরা সাতমাথা চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। 

সাতমাথায় অবস্থানকালে শিক্ষার্থীরা দেশব্যাপী গণগ্রেপ্তার ও মামলার প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে গ্রেপ্তারকৃত ছাত্রদের মুক্তি দিতে হবে এবং ছাত্রদের নামে করা মামলা প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে তাঁরা সারা দেশে হত্যা ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি করেন। 

বগুড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাঁদের কর্মসূচি পালন করে ফিরে গেছেন। কর্মসূচি চলাকালে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। 

এদিকে শিক্ষার্থীরা ফিরে যাওয়ার পর সাতমাথা মুজিব মঞ্চের সামনে বিক্ষোভ সমাবেশ করেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। সেখানে জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফী হিরো, নির্বাহী সদস্য অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুভাশীষ পোদ্দার লিটন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিয়া সাবরিন পিংকি সরকারসহ যুবলীগের কিছু নেতা–কর্মী উপস্থিত ছিলেন। 

সমাবেশে শেষে শুভাশীষ পোদ্দার লিটন বলেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল দলের পক্ষে খুদে বার্তা দিয়ে সব অঙ্গ ও সহযোগী সংগঠনসহ আওয়ামী লীগের নেতা–কর্মীদের জুমার নামাজের পর দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত থাকতে বলেন, কিন্তু কয়েকজন এলেও আওয়ামী লীগের তেমন কোনো নেতাই উপস্থিত হননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত