Ajker Patrika

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু

রাবি প্রতিনিধি
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১২: ০৭
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে প্রথম শিফটের পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় সকাল ১০টায়। আজ চার শিফটে ভর্তি পরীক্ষা শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এই ভর্তি পরীক্ষা শুরু হলো।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটে ১ হাজার ৫১৭ আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৪ হাজার ৭৮৫ শিক্ষার্থী। ‘সি’ ইউনিটের প্রতি আসনে লড়াই করবেন ৪৭ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী। এ ছাড়া আগামীকাল বুধবার ‘এ’ ইউনিট ও বৃহস্পতিবার ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার তিন ইউনিটে কোটাসহ ৪ হাজার ৪৩৮টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৮৫ হাজার ৬৮০টি আবেদন জমা পড়েছে। ‘এ’ ইউনিটে আবেদনকারী ৭৪ হাজার ৭৮৫ জন, ‘বি’ ইউনিটে ৩৪ হাজার ৫৪১ জন এবং ‘সি’ ইউনিটে ৭৬ হাজার ৩৫৪ জন। এর মধ্যে পুরুষ আবেদনকারীর সংখ্যা ৯০ হাজার ৪৫৬ এবং নারী আবেদনকারীর সংখ্যা ৬৪ হাজার ৫২১।

এদিকে পরীক্ষায় প্রক্সিসহ বিভিন্ন জালিয়াতি ঠেকাতে সব ধরনের ব্যবস্থা সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

হলে ঢোকানোর আগে চেক করা হচ্ছে শিক্ষার্থীদের। ছবি: আজকের পত্রিকাবিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। আমরা চার স্তরের নিরাপত্তা রেখেছি। আর প্রক্সিসহ সব ধরনের জালিয়াতি ঠেকাতে আমরা প্রস্তুত আছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত