নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, তফসিল ঘোষণা হয়ে গেছে। এখন আর সংলাপের সময় নেই। বিএনপি ভোটে আসুক, জনপ্রিয়তা প্রমাণ করুক। আগুন-সন্ত্রাস, সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি, গাড়ি ভাঙচুর, হরতাল-অবরোধ দিয়ে ভোটের রাজনীতি হয় না। বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছে।
আজ শুক্রবার সকালে নিয়ামতপুর কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, দুঃখজনক হলেও সত্য মীরজাফরেরা ঘুরে ঘুরে ফিরে আসে। বিএনপি বহির্বিশ্বের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের সঙ্গে আবারও মীরজাফরি করার পাঁয়তারা শুরু করেছিল। কিন্তু প্রধানমন্ত্রীর দৃঢ় হস্তক্ষেপে তা বন্ধ হয়।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য জীবন দিতেও প্রস্তুত আছেন। কোনো ষড়যন্ত্রের কাছে মাথানত করবেন না। জনগণের ভোটেই তিনি আবারও সরকার গঠন করবেন। কোনো কিছুতেই কাজ না হওয়ায় এখন বিএনপি সংলাপের জন্য ধরনা দিচ্ছে।
খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি কখনো সামনের রাস্তা দিয়ে ক্ষমতায় আসেনি, পেছনের রাস্তা দিয়ে দিয়ে ক্ষমতায় আসার সুযোগ আর নেই। ১৯৯১ ও ২০০১ সালের ইতিহাস বাংলার মানুষ ভুলে যাবে না।
নেতা-কর্মীদের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে সব ষড়যন্ত্র রুখে দিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ঈশ্বর চন্দ্র বর্মণ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, মহিলা লীগের সভাপতি নাদিরা বেগমসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, তফসিল ঘোষণা হয়ে গেছে। এখন আর সংলাপের সময় নেই। বিএনপি ভোটে আসুক, জনপ্রিয়তা প্রমাণ করুক। আগুন-সন্ত্রাস, সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি, গাড়ি ভাঙচুর, হরতাল-অবরোধ দিয়ে ভোটের রাজনীতি হয় না। বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছে।
আজ শুক্রবার সকালে নিয়ামতপুর কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, দুঃখজনক হলেও সত্য মীরজাফরেরা ঘুরে ঘুরে ফিরে আসে। বিএনপি বহির্বিশ্বের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের সঙ্গে আবারও মীরজাফরি করার পাঁয়তারা শুরু করেছিল। কিন্তু প্রধানমন্ত্রীর দৃঢ় হস্তক্ষেপে তা বন্ধ হয়।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য জীবন দিতেও প্রস্তুত আছেন। কোনো ষড়যন্ত্রের কাছে মাথানত করবেন না। জনগণের ভোটেই তিনি আবারও সরকার গঠন করবেন। কোনো কিছুতেই কাজ না হওয়ায় এখন বিএনপি সংলাপের জন্য ধরনা দিচ্ছে।
খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি কখনো সামনের রাস্তা দিয়ে ক্ষমতায় আসেনি, পেছনের রাস্তা দিয়ে দিয়ে ক্ষমতায় আসার সুযোগ আর নেই। ১৯৯১ ও ২০০১ সালের ইতিহাস বাংলার মানুষ ভুলে যাবে না।
নেতা-কর্মীদের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে সব ষড়যন্ত্র রুখে দিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ঈশ্বর চন্দ্র বর্মণ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, মহিলা লীগের সভাপতি নাদিরা বেগমসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগেরাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
২২ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
২৪ মিনিট আগে