Ajker Patrika

সরকারের অপকর্মের কারণে বিদেশিরা স্যাংশন দিচ্ছে: মির্জা ফখরুল

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৬ জুন ২০২৩, ২১: ২৩
সরকারের অপকর্মের কারণে বিদেশিরা স্যাংশন দিচ্ছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সংসদ বিলুপ্ত করে সরকারকে পদত্যাগ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে। এই সরকারের অপকর্মের কারণে বিদেশিরা স্যাংশন দিচ্ছে। এই সরকার নিশিরাতের সরকার।’ 

আজ শুক্রবার সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ‘দেশে উন্নয়নের নামে বিদেশ থেকে টাকা এনে লুটপাট করছে সরকার। চুরির এই টাকা যাচ্ছে আওয়ামী লীগ নেতাদের পকেটে। ওদের কাজই হচ্ছে চুরি করা। বেগম খালেদা জিয়া, আমান উল্লাহ আমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সব নেতা-কর্মীর সাজা বাতিল ও মামলা প্রত্যাহার করতে হবে। এবার  ফয়সালা হবে রাজপথে।’ 

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘সরকার তারেক রহমানকে ভয় পায়। সরকার বিএনপির নেতা-কর্মীদের গুম, খুন করে জোর করে ক্ষমতায় আছে। এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মিথ্যা মামলা ও জেলে দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না।’ 

সিরাজগঞ্জে বিএনপির জনসভার একাংশ। ছবি: আজকের পত্রিকাজেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা, সহপ্রচার সম্পাদক আমীরুল ইসলাম আলীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, আবু সাঈদ সুইট, যুগ্ম সম্পাদক শামীম খান, নুর কায়েম সবুজ, হারুন অর রশিদ খান হাসান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

মব সৃষ্টিকারীরা হত্যার হুমকি দিচ্ছে, আমার জীবন বড় শঙ্কায়: ফজলুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত