Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে পেট্রল-অকটেনের তীব্র সংকট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে পেট্রল-অকটেনের তীব্র সংকট

চাঁপাইনবাবগঞ্জে চাহিদা অনুযায়ী পেট্রল ও অকটেন সরবরাহ না থাকায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। জেলা শহরের কিছু স্থানে পেট্রল-অকটেন পাওয়া গেলেও উপজেলার প্রায় তেল পাম্প বন্ধ রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, নানা অজুহাত দেখিয়ে তেল কোম্পানিগুলো কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। তবে এখন পর্যন্ত ডিজেল ও কেরোসিনের সরবরাহ ঠিক রয়েছে। ডিপো থেকে সরবরাহ না থাকার ফলেই এমনটি হচ্ছে।

জেলা শহরের শিবতলা এলাকার মোটরসাইকেল চালক সজিব আলী বলেন, বিভিন্ন তেল পাম্প ঘুরে ঘুরে পেট্রল না পেয়ে গতকাল শনিবার থেকে বাধ্য হয়ে গাড়িতে অকটেন ব্যবহার করেছিলাম। কিন্তু আজ গিয়ে দেখি অকটেনও নেই। 

শিবগঞ্জ উপজেলার রাজ্জাক নামে একজন বলেন, ঈদের পরদিন থেকেই এখানকার কোনো তেল পাম্পে পেট্রল-অকটেন নেই। তবে সকালে শিবগঞ্জ তেল পাম্পে কিছু মানুষকে পেট্রল দিয়েছে। ফের দুপুর থেকে বন্ধ রয়েছে। 

রানিহাটি এলাকার আসরাফ নামে এক মোটরসাইকেল চালক বলেন, ছোট দুই ছেলেকে নিয়ে জেলা শহরে গিয়েছিলাম ঘুরতে। কিন্তু আশার পথে তেল শেষ হয়ে যায়। পরে বিভিন্ন তেল পাম্প ঘুরেও তেল না পেয়ে অটোরিকশায় করে বাড়িতে ফিরছি। 

মেসার্স শিবগঞ্জ ফিলিং স্টেশনের জহিরুল কাইউম বাবর বলেন, গত এক মাস থেকে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছি না। যা তেল ছিল ঈদের পরদিনই শেষ হয়ে গিয়েছিল। আগে থেকে টাকা দিয়ে ১২ হাজার লিটার তেলের অর্ডার করে গত শুক্রবার ৩ হাজার লিটার তেল পেয়েছিলাম। তা আজকে দুপুরেই শেষ হয়ে গেছে। তাই এখন তেল পাম্প বন্ধ রয়েছে। গত কয়েক দিন ধরে সিরাজগঞ্জসহ বেশ কিছু স্থানে খোঁজ নিয়েও তেল পাইনি। 

গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ এলাকার মেসার্স রায়হান ফিলিং স্টেশনের রায়হান আলী বলেন, গতকাল বিকেল থেকে এখানকার কোনো তেল পাম্পে তেল নেই। তবে আমাদের কাছে এক হাজার লিটার পেট্রল তেল ছিল। কিন্তু সকাল থেকে এত মোটরসাইকেল তেল নিতে এসেছে যে দুপুরেই শেষ হয়ে গেছে। এরই মধ্যে সিরাজগঞ্জ ডিপোতে কথা বলেছি। আগামী মঙ্গলবারের আগে আর তেল দিতে পারব না। 

জেলা শহরের পিটিআই এলাকার খান ফিলিং স্টেশনের বাবু আলী বলেন, গত ৭ দিন থেকেই পেট্রল ও অকটেন সংকট রয়েছে। তবে আমার পাম্পে তেল ছিল। কিন্তু এখন প্রায় শেষের পথে। গত শুক্রবার সাড়ে ৯ হাজার লিটার পেট্রল ও অকটেনের অর্ডার দিয়েছিলাম। কিন্তু পেয়েছি মাত্র সাড়ে ৪ হাজার লিটার। তাও কালকে আসবে। ডিপো থেকে নানা অজুহাতে তেল দিচ্ছে না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত