আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলী উপজেলার কচুপাত্রা হাটে ইজারার বাইরে অবৈধভাবে গবাদিপশুর হাট বসিয়ে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ উঠেছে হাটের ইজারাদার ফরহাদ তালুকদার ও তাঁর কয়েক সহযোগীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তাঁরা প্রভাব খাটিয়ে প্রতি রোববার অবৈধভাবে পশুর হাট বসিয়ে আসছেন।
স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম এই বিষয়ে গত ২৪ এপ্রিল বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। তবে অভিযোগের দুই মাস পার হলেও হাট বন্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তাঁর দাবি।
জানা গেছে, চলতি বছরের মার্চ মাসে তালতলী উপজেলা প্রশাসনের দরপত্র আহ্বানের মাধ্যমে কচুপাত্রা হাটের ইজারা পান ফরহাদ তালুকদার। তবে বৈধ সাপ্তাহিক হাট ছাড়াও বৈশাখ মাসের শুরু থেকেই তিনি ও তাঁর সহযোগীরা—তালতলী উপজেলা বিএনপির সদস্য ইদ্রিস হাওলাদার, নিজাম উদ্দিন সরদার, যুবদল নেতা কাওসার হাওলাদার, নয়া মিয়া হাওলাদার এবং ইউনিয়ন পরিষদ সদস্য সোহেল মিয়া—প্রভাব খাটিয়ে অবৈধভাবে পশুর হাট বসিয়ে অতিরিক্ত খাজনা আদায় করছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেও অভিযুক্তরা তা আমলে নিচ্ছেন না। তাঁরা দ্রুত অবৈধ হাট বন্ধের দাবি জানিয়েছেন।
অভিযোগকারী জহিরুল ইসলাম বলেন, ‘ইজারাদার ফরহাদ তালুকদার ও তাঁর সহযোগীরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে রোববার পশুর হাট বসিয়ে সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় করছেন। আমি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।’
এ বিষয়ে কচুপাত্রা হাটের ইজারাদার ফরহাদ তালুকদার বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তবে হাট বসেছে, সেটা স্বীকার করছি।’
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অবৈধ হাট বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ সফিউল আলম বলেন, ‘আমি অভিযোগ পেয়েছি এবং ইতিমধ্যে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।’
বরগুনার তালতলী উপজেলার কচুপাত্রা হাটে ইজারার বাইরে অবৈধভাবে গবাদিপশুর হাট বসিয়ে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ উঠেছে হাটের ইজারাদার ফরহাদ তালুকদার ও তাঁর কয়েক সহযোগীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তাঁরা প্রভাব খাটিয়ে প্রতি রোববার অবৈধভাবে পশুর হাট বসিয়ে আসছেন।
স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম এই বিষয়ে গত ২৪ এপ্রিল বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। তবে অভিযোগের দুই মাস পার হলেও হাট বন্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তাঁর দাবি।
জানা গেছে, চলতি বছরের মার্চ মাসে তালতলী উপজেলা প্রশাসনের দরপত্র আহ্বানের মাধ্যমে কচুপাত্রা হাটের ইজারা পান ফরহাদ তালুকদার। তবে বৈধ সাপ্তাহিক হাট ছাড়াও বৈশাখ মাসের শুরু থেকেই তিনি ও তাঁর সহযোগীরা—তালতলী উপজেলা বিএনপির সদস্য ইদ্রিস হাওলাদার, নিজাম উদ্দিন সরদার, যুবদল নেতা কাওসার হাওলাদার, নয়া মিয়া হাওলাদার এবং ইউনিয়ন পরিষদ সদস্য সোহেল মিয়া—প্রভাব খাটিয়ে অবৈধভাবে পশুর হাট বসিয়ে অতিরিক্ত খাজনা আদায় করছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেও অভিযুক্তরা তা আমলে নিচ্ছেন না। তাঁরা দ্রুত অবৈধ হাট বন্ধের দাবি জানিয়েছেন।
অভিযোগকারী জহিরুল ইসলাম বলেন, ‘ইজারাদার ফরহাদ তালুকদার ও তাঁর সহযোগীরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে রোববার পশুর হাট বসিয়ে সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় করছেন। আমি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।’
এ বিষয়ে কচুপাত্রা হাটের ইজারাদার ফরহাদ তালুকদার বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তবে হাট বসেছে, সেটা স্বীকার করছি।’
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অবৈধ হাট বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ সফিউল আলম বলেন, ‘আমি অভিযোগ পেয়েছি এবং ইতিমধ্যে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।’
বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা পদ হারানোয় জুনিয়র নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বরিশাল প্রেসক্লাবে পৃথকভাবে তৃণমূল নেতাদের সঙ্গে এই সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। দলের কেন্দ্রীয়...
৭ মিনিট আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
১২ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
১ ঘণ্টা আগে