Ajker Patrika

বাগাতিপাড়ায় একই কেন্দ্রে এসএসসি পরীক্ষায় বসেছেন সাবেক-বর্তমান ৩ নারী ইউপি সদস্য

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২১: ৩২
বাগাতিপাড়ায় একই কেন্দ্রে এসএসসি পরীক্ষায় বসেছেন সাবেক-বর্তমান ৩ নারী ইউপি সদস্য

চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন নাটোরের বাগাতিপাড়ার সংরক্ষিত মহিলা আসনের তিনজন ইউপি সদস্য। তাঁরা তিনজনই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ওই পরীক্ষাকেন্দ্রের কেন্দ্র সচিব সামসুন্নাহার। 

ইউপি সদস্যরা হলেন—বাগাতিপাড়া পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মুর্শিদা বেগম; পাকা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শিলা খাতুন এবং একই ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য শাহানাজ বেগম। তাঁরা তিনজনই বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। 

আজ বৃহস্পতিবার পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে শিলা খাতুন আজকের পত্রিকাকে জানান, ছোটবেলায় পরিবার থেকে তাঁকে বিয়ে দিয়ে দেওয়া হয়। এ কারণে শিক্ষা থেকে বঞ্চিত হয়েছেন তিনি। তাই পড়াশোনার আক্ষেপটা থেকেই যায় তাঁর। শেষ পর্যন্ত স্বামীর অনুপ্রেরণায় তিনি আবার লেখাপড়া শুরু করেছেন। 
 
সাবেক ইউপি সদস্য শাহানাজ পারভীন জানান, দশম শ্রেণিতে পড়া অবস্থায় তাঁর বিয়ে হয়ে যায়। তারপর আর এসএসসি পরীক্ষা দেওয়া হয়নি তাঁর। লেখাপড়া জানা থাকলে, যেকোনো সময় কাজে আসেই। তাই তিনি সাংসারিক জীবনের পাশাপাশি লেখাপড়াটাও চালিয়ে যেতে চান। 
 
সংরক্ষিত মহিলা কাউন্সিলর মুর্শিদা বেগম জানান, তাঁর ছেলে-মেয়েরা সবাই শিক্ষিত। সেই সঙ্গে তিনি একজন প্রতিনিধি হিসেবেও শিক্ষিত হওয়াটা জরুরি বলে মনে করেন। তাই পুনরায় লেখাপড়া শুরু করেছেন। 

বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং ওই কেন্দ্রের কেন্দ্র সচিব সামসুন্নাহার আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁদের এই আগ্রহ দেখে অনেকে অনুপ্রাণিত হবেন। তাঁরা শেষ পর্যন্ত যে লেখাপড়ার প্রয়োজনীয়তা অনুভব করতে পেরেছেন, সে জন্য তাঁদের সাধুবাদ জানাই।’ 

এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘লেখাপড়ার কোনো বয়স নেই। আর তাঁরা সংসারের পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাওয়ার যে উদ্যোগ নিয়েছেন, সে জন্য তাঁদের ধন্যবাদ জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত