নাটোর (লালপুর) প্রতিনিধি
নাটোরের লালপুরে এক আইনজীবীর বাড়িতে মুখোশধারী ডাকাতের দল হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন আইনজীবীসহ তিনজন।
আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার লালপুর ইউনিয়নের চকবাদেকুলপাড়া (মাধবপুর) গ্রামে এ ঘটনা ঘটে। আহতেরা হলেন—মৃত ননী গোপাল দাসের ছেলে নাটোর জজকোর্টের আইনজীবী সাধন কুমার দাস (৪৮), তার ভাতিজা রিপন কুমার দাস (৩৫) এবং ভাতিজার স্ত্রী সুমী রানী দাস (২৫)।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রাতের শেষ প্রহরে মুখোশধারী একদল ডাকাত আইনজীবী সাধন কুমার দাসের বাড়িতে হানা দেয়। তারা ঘরে ঢুকেই সাধন কুমারকে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। বাধা দিলে তার ভাতিজা রিপন কুমার ও ভাতিজার স্ত্রী সুমী রানীকেও কুপিয়ে জখম করা হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর সাধন ও রিপনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতদের পরিবারের দাবি, ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে নগদ ৩ লাখ ১০ হাজার টাকা এবং প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।
লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিনুজ্জামান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নাটোরের লালপুরে এক আইনজীবীর বাড়িতে মুখোশধারী ডাকাতের দল হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন আইনজীবীসহ তিনজন।
আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার লালপুর ইউনিয়নের চকবাদেকুলপাড়া (মাধবপুর) গ্রামে এ ঘটনা ঘটে। আহতেরা হলেন—মৃত ননী গোপাল দাসের ছেলে নাটোর জজকোর্টের আইনজীবী সাধন কুমার দাস (৪৮), তার ভাতিজা রিপন কুমার দাস (৩৫) এবং ভাতিজার স্ত্রী সুমী রানী দাস (২৫)।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রাতের শেষ প্রহরে মুখোশধারী একদল ডাকাত আইনজীবী সাধন কুমার দাসের বাড়িতে হানা দেয়। তারা ঘরে ঢুকেই সাধন কুমারকে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। বাধা দিলে তার ভাতিজা রিপন কুমার ও ভাতিজার স্ত্রী সুমী রানীকেও কুপিয়ে জখম করা হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর সাধন ও রিপনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতদের পরিবারের দাবি, ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে নগদ ৩ লাখ ১০ হাজার টাকা এবং প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।
লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিনুজ্জামান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা পদ হারানোয় জুনিয়র নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বরিশাল প্রেসক্লাবে পৃথকভাবে তৃণমূল নেতাদের সঙ্গে এই সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। দলের কেন্দ্রীয়...
৭ মিনিট আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
১১ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
১ ঘণ্টা আগে