Ajker Patrika

বগুড়ায় বাঙালি নদীতে নেমে যুবক নিখোঁজ

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় বাঙালি নদীতে নেমে যুবক নিখোঁজ

বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালি নদীতে গোসল করতে নেমে রাকিবুল হাসান রাকিব (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ সোমবার রাত ১০টা পর্যন্ত নদীতে তল্লাশি করে তাঁর সন্ধান মেলেনি। 

এর আগে এদিন দুপুর সাড়ে ১২টার দিকে সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের গনকপাড়া এলাকায় বাঙালি নদীতে এ ঘটনা ঘটে। 

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

রাকিব গাবতলী উপজেলার তেলিহাটা পাচানীপাড়া গ্রামের সৌদিপ্রবাসী টুটুল মোল্লার ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষের ছাত্র। 

নারচী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য তরিকুল বলেন, আজ সোমবার দুপুর ১২টার দিকে পাঁচজন কলেজছাত্র বেড়াতে এসে বাঙালি নদীতে গোসল করতে নামেন। তাঁরা নদীর এপার থেকে সাঁতরে ওপারে যায়। আবারও সাঁতার কেটের ফেরার সময় মাঝ নদীতে পাঁচজনই ডুবে যায়। 

স্থানীয় লোকজন চারজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে তীরে আনলেও রাকিব নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ১০টা পর্যন্ত নদীতে তল্লাশি করেও রাকিবের সন্ধান পাননি। 

ওসি বলেন, নদীতে তল্লাশি স্থগিত করা হয়েছে। আগামীকাল সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি শুরু করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত