Ajker Patrika

মাটিকাটার শ্রমিক আলী হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৫: ১৯
মাটিকাটার শ্রমিক আলী হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা কালাশিংবাড়ী গ্রামের চাঞ্চল্যকর মাটিকাটার শ্রমিক আলী হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় কৃষক আব্দুল খালেক, আব্দুল কুদ্দুস, রমজান প্রামাণিক, নিহত আলী মিয়ার স্ত্রী সুফিয়া খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘গত ১৪ মার্চ পশ্চিম রামকৃষ্ণপুরে রাস্তায় সরকারি কাজের মাটি ফেলার সময় কথা-কাটাকাটির একপর্যায়ে এলাকার প্রভাবশালী নাজমুল ইসলাম দোলা, শরিফুল ইসলামসহ ছয়জনের উপর্যুপরি মারধরের কারণে মারা যান শ্রমিক আলী। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে থানায় মামলা হলেও অজ্ঞাত কারণে কাউকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। বরং আসামিরা মামলা তুলে নিতে ভয়ভীতি দেখান। এ অবস্থায় আমরা অসহায় হয়ে পড়েছি। প্রশাসনের কাছে দাবি, দ্রুত আসামিদের আটক করে বিচারের মাধ্যমে ফাঁসির রায় কার্যকর করা হোক।’ মানববন্ধন শেষে তিন শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল করেন। 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লাপাড়া থানার পুলিশ পরিদর্শক (এসআই) সাহেব গনি জানান, ‘আমরা আলী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি দ্রুতই আসামিদের আটক করতে সক্ষম হব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত