কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের কালাই পৌরসভায় ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এই অর্থ বছরে কালাই পৌরসভার জন্য ২৩ কোটি ৫৫ লাখ ১২ হাজার ৩৮০ টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় কালাই পৌরসভার হলরুমে এ বাজেট ঘোষণা করা হয়।
কালাই পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোস্তা হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে দেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন। এতে সভাপতিত্ব করেন কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা।
এ ছাড়া বক্তব্যে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান প্রমুখ।
জয়পুরহাটের কালাই পৌরসভায় ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এই অর্থ বছরে কালাই পৌরসভার জন্য ২৩ কোটি ৫৫ লাখ ১২ হাজার ৩৮০ টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় কালাই পৌরসভার হলরুমে এ বাজেট ঘোষণা করা হয়।
কালাই পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোস্তা হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে দেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন। এতে সভাপতিত্ব করেন কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা।
এ ছাড়া বক্তব্যে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান প্রমুখ।
আলমগীর জানান, বাড়ির পাশের কুমড়োর খালের ধারে শূন্যরেখা বরাবর তাঁর একটি মাছের ঘের রয়েছে। অতিবৃষ্টিতে ঘেরটি তলিয়ে যাওয়ায় সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি ঘেরে নেট দিতে গেলে ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ছররা গুলি ছোড়ে। এতে তাঁর মাথা, মুখ, ডান চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।
৬ মিনিট আগেঅন্তঃসত্ত্বা সাদিয়া দিশেহারা হয়ে গেলেন স্বামীর শেষ স্মৃতি গর্ভের সন্তানের নিরাপত্তার কথা ভেবে। পরিস্থিতি আরও খারাপ হওয়ায় বাবা শাহাব উদ্দিন ওরফে আব্দুর রাজ্জাক এসে তাঁকে নিয়ে গেলেন ঈশ্বরগঞ্জ উপজেলার পুনাইল গ্রামে নিজ বাড়িতে। এমন কঠিন দুঃসময়ে পাশে দাঁড়াননি শ্বশুরবাড়ির লোকজন। পাননি কোনো সান্ত্বনাও।
১০ মিনিট আগেসাংস্কৃতিক সংগঠক ও আওয়ামী লীগ নেতা কামাল পাশা চৌধুরীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছে তাঁর পরিবার।
৩১ মিনিট আগেশ্রীপুর পৌরসভার চৌরাস্তা এলাকার দুটি গুরুত্বপূর্ণ সড়কের এক কিলোমিটারজুড়ে পিচ উঠে গেছে, বেরিয়ে এসেছে নিচের পাথর। কোথাও কোথাও তৈরি হয়েছে বড় গর্ত, তাতে জমেছে বৃষ্টির পানি। ছোট গাড়ি থেকে শুরু করে কনটেইনারবাহী ট্রাক পর্যন্ত এসব গর্তের ভেতর দিয়ে হেলেধুলে চলাচল করছে। যানজটও লেগে থাকছে দীর্ঘ সময়।
১ ঘণ্টা আগে