বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে চোর সন্দেহে শামীম সরদার (২২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় সোহান হোসেন (১৮) নামের একজন আহত হন। গতকাল মঙ্গলবার উপজেলার জোনাইল বাজারে এ ঘটনা ঘটে। তবে শামীম রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) শফিউল আযম বিষয়টি নিশ্চিত করেন।
শামীম সরদার উপজেলার সদর ইউনিয়নের পিওভাগ গ্রামের সুলতান সরদারের ছেলে ও আহত সোহান হোসেন জোনাইল ইউনিয়নের বর্ণি গ্রামের লোকমান হোসেনের ছেলে।
আটক ব্যক্তিরা হলেন ডেকোরেটর ব্যবসায়ী ও পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মুক্তার হোসেন (৫০) ও তাঁর ছেলে সুমন আলী (২৬)।
জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ স্থানীয়দের সূত্রে বলেন, প্রায় এক মাস আগে মুক্তার হোসেনের মালিকানাধীন মা ডেকোরেটর থেকে লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়। এতে জড়িত সন্দেহে শামীম সরদারকে গতকাল মঙ্গলবার সকালে জোনাইল বাজারে দোকানের ভেতরে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে মারপিট করে মুক্তার, সুমনসহ আরও কয়েকজন। পরে সোহান হোসেন নামের আরও একজনকে বাড়ি থেকে তুলে নিয়ে এনে একই জায়গায় পেটানো হয়। আত্মীয়স্বজন এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাতে শামীম সরদার মারা যান।
শামীম সরদারের স্ত্রী রেশমা বেগম বলেন, ‘সকাল ১০টার দিকে বাড়ি থেকে খাবার খেয়ে বাজারে যায় শামীম সরদার। সাড়ে ১২টার দিকে মুক্তারের দোকানের ভেতরে অচেতন অবস্থায় দেখতে পাই। আমার স্বামী কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিল না। যদি করেও থাকেন তার জন্য আইন-আদালত আছে। তারা কেন আমার স্বামীকে হত্যা করল। আমি এই ঘটনার জড়িতদের বিচার চাই।’
সোহানের বাবা লোকমান হোসেন বলেন, ‘শামীমকে নির্যাতনের সময় জীবন বাঁচাতে আমার ছেলের নাম বলে। তারা আমার বাড়ি থেকে ছেলেকে তুলে নিয়ে গিয়ে মারধর করে।’
বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডলি রানী বলেন, আহতদের মধ্যে একজনকে এখানে ভর্তি করা হয়েছে। অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের শরীরে জখমের চিহ্ন পাওয়া গেছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিউল আযম বলেন, পিটিয়ে একজনকে মারার ঘটনায় জড়িত থাকায় দুজনকে আটক করা হয়েছে। রাতেই সোহানের বাবা লোকমান হোসেন বাদী হয়ে মুক্তার হোসেন ও সুমন আলীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত চার-পাঁচ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
নাটোরের বড়াইগ্রামে চোর সন্দেহে শামীম সরদার (২২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় সোহান হোসেন (১৮) নামের একজন আহত হন। গতকাল মঙ্গলবার উপজেলার জোনাইল বাজারে এ ঘটনা ঘটে। তবে শামীম রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) শফিউল আযম বিষয়টি নিশ্চিত করেন।
শামীম সরদার উপজেলার সদর ইউনিয়নের পিওভাগ গ্রামের সুলতান সরদারের ছেলে ও আহত সোহান হোসেন জোনাইল ইউনিয়নের বর্ণি গ্রামের লোকমান হোসেনের ছেলে।
আটক ব্যক্তিরা হলেন ডেকোরেটর ব্যবসায়ী ও পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মুক্তার হোসেন (৫০) ও তাঁর ছেলে সুমন আলী (২৬)।
জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ স্থানীয়দের সূত্রে বলেন, প্রায় এক মাস আগে মুক্তার হোসেনের মালিকানাধীন মা ডেকোরেটর থেকে লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়। এতে জড়িত সন্দেহে শামীম সরদারকে গতকাল মঙ্গলবার সকালে জোনাইল বাজারে দোকানের ভেতরে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে মারপিট করে মুক্তার, সুমনসহ আরও কয়েকজন। পরে সোহান হোসেন নামের আরও একজনকে বাড়ি থেকে তুলে নিয়ে এনে একই জায়গায় পেটানো হয়। আত্মীয়স্বজন এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাতে শামীম সরদার মারা যান।
শামীম সরদারের স্ত্রী রেশমা বেগম বলেন, ‘সকাল ১০টার দিকে বাড়ি থেকে খাবার খেয়ে বাজারে যায় শামীম সরদার। সাড়ে ১২টার দিকে মুক্তারের দোকানের ভেতরে অচেতন অবস্থায় দেখতে পাই। আমার স্বামী কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিল না। যদি করেও থাকেন তার জন্য আইন-আদালত আছে। তারা কেন আমার স্বামীকে হত্যা করল। আমি এই ঘটনার জড়িতদের বিচার চাই।’
সোহানের বাবা লোকমান হোসেন বলেন, ‘শামীমকে নির্যাতনের সময় জীবন বাঁচাতে আমার ছেলের নাম বলে। তারা আমার বাড়ি থেকে ছেলেকে তুলে নিয়ে গিয়ে মারধর করে।’
বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডলি রানী বলেন, আহতদের মধ্যে একজনকে এখানে ভর্তি করা হয়েছে। অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের শরীরে জখমের চিহ্ন পাওয়া গেছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিউল আযম বলেন, পিটিয়ে একজনকে মারার ঘটনায় জড়িত থাকায় দুজনকে আটক করা হয়েছে। রাতেই সোহানের বাবা লোকমান হোসেন বাদী হয়ে মুক্তার হোসেন ও সুমন আলীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত চার-পাঁচ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
সিলেটের বিখ্যাত সাদাপাথর পর্যটন কেন্দ্রের পাথর লুটের ঘটনায় সরকারি প্রতিষ্ঠানসহ ৫১ ব্যক্তি ও সংস্থার সংশ্লিষ্টতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও (৪ জন; ৫ আগস্টের পর দায়িত্ব পালনকারী), ওসি, বিজিবির সদস্য ও স্থানীয় বিএনপি, জামায়াত...
১ ঘণ্টা আগেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করে ক্লাস নিয়েছেন কয়েক বছর। তবে এরপর হঠাৎ অনুপস্থিত। পরে জানা গেছে, বিদেশে পাড়ি জমিয়েছেন তাঁরা। এই ঘটনা ঘটেছে মৌলভীবাজারে। এমন শিক্ষকের সংখ্যা নেহাত কম নয়। সম্প্রতি চাকরি না ছেড়ে এভাবে বিদেশে যাওয়ার অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছে ৪৮ জনকে।
২ ঘণ্টা আগেটাঙ্গাইলের সখীপুর পৌর শহরের তালতলা চত্বর থেকে সখীপুর আবাসিক মহিলা কলেজ পর্যন্ত ভাঙা সড়ক সংস্কারে ইউএনওকে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সখীপুর আবাসিক মহিলা কলেজের মেধাভিত্তিক ছাত্রী সংসদ এ স্মারকলিপি পেশ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী স্মারকলিপিটি গ্রহণ করে সড়ক
৩ ঘণ্টা আগেবরিশালের বাবুগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ করছিলেন ডিলারের নিযুক্ত লোকজন। উপকারভোগীরা অভিযোগ করেন, চালের বস্তায় বরাদ্দ অনুযায়ী ৩০ কেজি থাকার কথা থাকলেও ২৭ কেজি করে দেওয়া হচ্ছে। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে ফাতেমা বেগম নামের উপকারভোগী নারী ওজন মেপে দেখেন, চাল কম।
৩ ঘণ্টা আগে