Ajker Patrika

বিএনপিকে বিতর্কিত করতে চাঁদাবাজ হিসেবে প্রচার করা হচ্ছে: দুলু

নাটোর প্রতিনিধি 
আজ দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটরিয়ামে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু । ছবি: আজকের পত্রিকা
আজ দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটরিয়ামে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু । ছবি: আজকের পত্রিকা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল বিএনপিকে বিতর্কিত করার জন্য তাদের চাঁদাবাজ হিসেবে প্রচার চালাচ্ছে। তিনি বলেন, ‘বিএনপিতে কোনো চাঁদাবাজ বা খুনির জায়গা হবে না।’

আজ শনিবার দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটরিয়ামে শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের আয়োজনে গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন দুলু।

দুলু বলেন, ‘বিএনপি মজলুমের দল। গত ১৫ বছর বিএনপি আওয়ামী লীগের অবর্ণনীয় অত্যাচার, নির্যাতন, হামলা, মামলা, গুম, অপহরণ সহ্য করে টিকে আছে। বিএনপি মানুষের কষ্ট বোঝে। মানুষও বিএনপিকে ভালোবাসে। আওয়ামী লীগ মানুষের হৃদয় থেকে বিএনপিকে মুছে ফেলার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। নতুন করে কেউ বা কোনো দল চেষ্টা করেও ব্যর্থ হবে আগামীতে।’

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলে সভাপতি রফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলুসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলট ইচ্ছা করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

৫ কোটি টাকা চাঁদা দাবি: পদ্মা সেতুর টোল প্লাজা অবরোধ বৈষম্যবিরোধীদের

তবে কি ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান

ইসরায়েল রাষ্ট্রের পতনের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন আইনস্টাইন

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি জড়িত না, ফাঁইসা গেছি’— অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা রবিনের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত