নাটোর প্রতিনিধি
নাটোর জেলা আইনজীবী সমিতির সদস্যরা ‘মামা দিবস’ পালন করেছেন। গত পাঁচ বছর ধরে সমিতির পক্ষ থেকে দিবসটি আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে আসছে। আজ সোমবার দুপুরে আদালত চত্বরে দিবসটি পালনে আইনজীবী, বিচারপ্রার্থী ও আইনজীবী সহকারীরা অংশ নেন।
দিবসটি উদ্যাপন উপলক্ষে আদালত চত্বরের উন্মুক্ত স্থানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমীন তালুকদার সমিতির সবার কাছে মামা হিসেবে পরিচিত জ্যেষ্ঠ আইনজীবী মতিউর রহমানকে সঙ্গে নিয়ে পাঁচ পাউন্ড ওজনের কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় সমিতির কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাবেক সভাপতি আবু আহসান, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, ভারপ্রাপ্ত পিপি আরিফুর রহমান সরকার, এপিপি বেগম সামসুন্নাহারসহ বিপুলসংখ্যক আইনজীবী, আইনজীবীর সহকারী ও বিচারপ্রার্থীরা উপস্থিত ছিলেন।
পরে আলোচনাসভা, মিষ্টি, কেক ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমীন তালুকদার জানান, সমিতির জ্যেষ্ঠ আইনজীবী মতিউর রহমানকে প্রায় সকল আইনজীবী ‘মামা’ সম্বোধন করেন। পাঁচ বছর আগে বিষয়টি কয়েকজন আইনজীবী খেয়াল করেন। তারা সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করে মতিউর রহমানের জন্মতারিখ ৩১ জানুয়ারিকে ‘মামা’ দিবস পালনের সিদ্ধান্ত নেন। ওই দিন জাতীয় পর্যায়ে অন্য কোনো দিবস না থাকায় তারা জাতীয় মামা দিবস পালনের উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় আজ নাটোরে মামা দিবস পালিত হয়েছে।
আইনজীবী মতিউর রহমান জানান, তার জন্ম তারিখকে কেন্দ্র করে আইনজীবীরা যেভাবে দিবসটি উদ্যাপন করে আসছেন তাতে তিনি আনন্দিত ও আপ্লুত। তিনি বলেন, ‘দিবসটি ঘিরে বিশ্বের সব মামা-ভাগনে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হোক এই প্রত্যাশা করছি।’
নাটোর জেলা আইনজীবী সমিতির সদস্যরা ‘মামা দিবস’ পালন করেছেন। গত পাঁচ বছর ধরে সমিতির পক্ষ থেকে দিবসটি আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে আসছে। আজ সোমবার দুপুরে আদালত চত্বরে দিবসটি পালনে আইনজীবী, বিচারপ্রার্থী ও আইনজীবী সহকারীরা অংশ নেন।
দিবসটি উদ্যাপন উপলক্ষে আদালত চত্বরের উন্মুক্ত স্থানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমীন তালুকদার সমিতির সবার কাছে মামা হিসেবে পরিচিত জ্যেষ্ঠ আইনজীবী মতিউর রহমানকে সঙ্গে নিয়ে পাঁচ পাউন্ড ওজনের কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় সমিতির কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাবেক সভাপতি আবু আহসান, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, ভারপ্রাপ্ত পিপি আরিফুর রহমান সরকার, এপিপি বেগম সামসুন্নাহারসহ বিপুলসংখ্যক আইনজীবী, আইনজীবীর সহকারী ও বিচারপ্রার্থীরা উপস্থিত ছিলেন।
পরে আলোচনাসভা, মিষ্টি, কেক ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমীন তালুকদার জানান, সমিতির জ্যেষ্ঠ আইনজীবী মতিউর রহমানকে প্রায় সকল আইনজীবী ‘মামা’ সম্বোধন করেন। পাঁচ বছর আগে বিষয়টি কয়েকজন আইনজীবী খেয়াল করেন। তারা সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করে মতিউর রহমানের জন্মতারিখ ৩১ জানুয়ারিকে ‘মামা’ দিবস পালনের সিদ্ধান্ত নেন। ওই দিন জাতীয় পর্যায়ে অন্য কোনো দিবস না থাকায় তারা জাতীয় মামা দিবস পালনের উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় আজ নাটোরে মামা দিবস পালিত হয়েছে।
আইনজীবী মতিউর রহমান জানান, তার জন্ম তারিখকে কেন্দ্র করে আইনজীবীরা যেভাবে দিবসটি উদ্যাপন করে আসছেন তাতে তিনি আনন্দিত ও আপ্লুত। তিনি বলেন, ‘দিবসটি ঘিরে বিশ্বের সব মামা-ভাগনে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হোক এই প্রত্যাশা করছি।’
সাতক্ষীরা সদর হাসপাতালে স্বেচ্ছাসেবক দলের এক নেতার নেতৃত্বে হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। হামলায় এক চিকিৎসক আহত হয়েছেন। সেই সঙ্গে চেয়ার, টেবিল, গ্লাসসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়েছে।
৭ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে ‘আলোক শিখা’ নামের এক সমিতির পরিচালকের বিরুদ্ধে দেড় শতাধিক সদস্যদের প্রায় ২০ কোটি টাকার আমানত নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত পরিচালক মো. দেলোয়ার হোসেন বানারীপাড়া উপজেলার ব্রাহ্মণকাঠি গ্রামের বাসিন্দা।
১০ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। যেন শিক্ষকদের আচরণের কারণে শিক্ষার্থীরা স্কুলমুখী হয়। এ ছাড়া তিনি নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দেন। তিনি বলেন, ‘অন্য মানুষের সঙ্গে আমার সম্পর্ক কেমন হওয়া উচিত, এটার শি
১৩ মিনিট আগেপ্রাইভেট কারে গুলি করে চট্টগ্রামের বাকলিয়ায় জোড়া খুনের মামলার আসামি মো. হাসানকে (৩৭) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে জেলার হাতিয়া ভূমিহীন বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৭ মিনিট আগে