Ajker Patrika

নাটোর আইনজীবী সমিতিতে ‘মামা দিবস’ পালিত

নাটোর প্রতিনিধি
নাটোর আইনজীবী সমিতিতে ‘মামা দিবস’ পালিত

নাটোর জেলা আইনজীবী সমিতির সদস্যরা ‘মামা দিবস’ পালন করেছেন। গত পাঁচ বছর ধরে সমিতির পক্ষ থেকে দিবসটি আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে আসছে। আজ সোমবার দুপুরে আদালত চত্বরে দিবসটি পালনে আইনজীবী, বিচারপ্রার্থী ও আইনজীবী সহকারীরা অংশ নেন। 

দিবসটি উদ্যাপন উপলক্ষে আদালত চত্বরের উন্মুক্ত স্থানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমীন তালুকদার সমিতির সবার কাছে মামা হিসেবে পরিচিত জ্যেষ্ঠ আইনজীবী মতিউর রহমানকে সঙ্গে নিয়ে পাঁচ পাউন্ড ওজনের কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় সমিতির কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাবেক সভাপতি আবু আহসান, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, ভারপ্রাপ্ত পিপি আরিফুর রহমান সরকার, এপিপি বেগম সামসুন্নাহারসহ বিপুলসংখ্যক আইনজীবী, আইনজীবীর সহকারী ও বিচারপ্রার্থীরা উপস্থিত ছিলেন। 

পরে আলোচনাসভা, মিষ্টি, কেক ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। 

আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমীন তালুকদার জানান, সমিতির জ্যেষ্ঠ আইনজীবী মতিউর রহমানকে প্রায় সকল আইনজীবী ‘মামা’ সম্বোধন করেন। পাঁচ বছর আগে বিষয়টি কয়েকজন আইনজীবী খেয়াল করেন। তারা সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করে মতিউর রহমানের জন্মতারিখ ৩১ জানুয়ারিকে ‘মামা’ দিবস পালনের সিদ্ধান্ত নেন। ওই দিন জাতীয় পর্যায়ে অন্য কোনো দিবস না থাকায় তারা জাতীয় মামা দিবস পালনের উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় আজ নাটোরে মামা দিবস পালিত হয়েছে। 

আইনজীবী মতিউর রহমান জানান, তার জন্ম তারিখকে কেন্দ্র করে আইনজীবীরা যেভাবে দিবসটি উদ্যাপন করে আসছেন তাতে তিনি আনন্দিত ও আপ্লুত। তিনি বলেন, ‘দিবসটি ঘিরে বিশ্বের সব মামা-ভাগনে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হোক এই প্রত্যাশা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাপুড়ের রক্তে তৈরি হলো বিশ্বের সবচেয়ে কার্যকর অ্যান্টিভেনম

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখলেই পুলিশে সোপর্দ করবেন: সামান্তা

কুষ্টিয়ায় দুই পুলিশকে আসামির হাতুড়িপেটা

১৭ বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরছেন জোবাইদা রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত