জয়পুরহাট প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে সদর থানার ওসি আলমগীর জাহানের কাছে অভিযোগ দায়ের করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন এবং কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর বক্তব্য দেন। যা পরে বিভিন্ন ইলেকট্রনিকস মিডিয়ায় প্রচার করা হয়। এতে তিনি (জহুরুল ইসলাম) প্রধানমন্ত্রীর একজন কর্মী হিসেবে মানসিকভাবে আঘাত প্রাপ্ত হয়েছেন।
প্রধানমন্ত্রীর নামে এমন বক্তব্য দেওয়ায় তাঁর (প্রধানমন্ত্রী শেখ হাসিনার) মান সম্মান দেশে, বিদেশে ও আন্তর্জাতিক মহলে চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। যা তাঁর (প্রধানমন্ত্রীর) জন্য অসম্মানজনক ও মানহানিকর। এতে তিনি (প্রধানমন্ত্রীর) হেয় প্রতিপন্ন হয়েছেন। এছাড়াও এমন কুৎসামূলক বক্তব্যে বাংলাদেশের একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই তিনি (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম) বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় এই অভিযোগ দায়ের করেন।
জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, জয়পুরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম একটি অভিযোগ দিয়েছেন। সেটিকে এখনো মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। আর বক্তব্যের কোনো লিংক এখনো পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই ও তদন্ত চলছে। তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে সদর থানার ওসি আলমগীর জাহানের কাছে অভিযোগ দায়ের করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন এবং কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর বক্তব্য দেন। যা পরে বিভিন্ন ইলেকট্রনিকস মিডিয়ায় প্রচার করা হয়। এতে তিনি (জহুরুল ইসলাম) প্রধানমন্ত্রীর একজন কর্মী হিসেবে মানসিকভাবে আঘাত প্রাপ্ত হয়েছেন।
প্রধানমন্ত্রীর নামে এমন বক্তব্য দেওয়ায় তাঁর (প্রধানমন্ত্রী শেখ হাসিনার) মান সম্মান দেশে, বিদেশে ও আন্তর্জাতিক মহলে চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। যা তাঁর (প্রধানমন্ত্রীর) জন্য অসম্মানজনক ও মানহানিকর। এতে তিনি (প্রধানমন্ত্রীর) হেয় প্রতিপন্ন হয়েছেন। এছাড়াও এমন কুৎসামূলক বক্তব্যে বাংলাদেশের একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই তিনি (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম) বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় এই অভিযোগ দায়ের করেন।
জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, জয়পুরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম একটি অভিযোগ দিয়েছেন। সেটিকে এখনো মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। আর বক্তব্যের কোনো লিংক এখনো পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই ও তদন্ত চলছে। তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি দিঘির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। তিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম।
২ ঘণ্টা আগেপ্রকৃতির কোলে অরণ্যবেষ্টিত গ্রামের নাম হাগুড়াকুড়ি। মধুপুর সদর থেকে ২৫ কিলোমিটার দূরের এই গ্রামে প্রতিদিন ছুটে আসে শত শত রোগী। আধুনিক চিকিৎসা নয়; আন্তরিক সেবার টানেই নির্ভাবনায় বিভিন্ন জেলা থেকে প্রতিনিয়ত তাদের ছুটে আসা।
২ ঘণ্টা আগেদেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার মধ্যে আরেকটি ক্যারেজ কারখানা নির্মাণ প্রকল্প ৯ বছরেও বাস্তবায়ন করা হয়নি। দৃশ্যত সাইনবোর্ডেই সীমাবদ্ধ রয়েছে সব। ভারত সরকারের অর্থায়নে এ কারখানা নির্মাণ করার কথা ছিল। কিন্তু ভারত মুখ ফিরিয়ে নেওয়ায় প্রকল্পটি আদৌ বাস্তবায়ন হবে কি না, সেই শঙ্কা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগেইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিংয়ে (ইওজিএম) যোগ দিতে আসা বিএনপিপন্থি প্রকৌশলীদের ওপর আওয়ামী লীগপন্থি প্রকৌশলীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে