Ajker Patrika

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় বিএনপি নেতা আলালের বিরুদ্ধে থানায় অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি
প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় বিএনপি নেতা আলালের বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে সদর থানার ওসি আলমগীর জাহানের কাছে অভিযোগ দায়ের করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। 

জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন এবং কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর বক্তব্য দেন। যা পরে বিভিন্ন ইলেকট্রনিকস মিডিয়ায় প্রচার করা হয়। এতে তিনি (জহুরুল ইসলাম) প্রধানমন্ত্রীর একজন কর্মী হিসেবে মানসিকভাবে আঘাত প্রাপ্ত হয়েছেন।

লিখত অভিযোগপত্র দিচ্ছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামপ্রধানমন্ত্রীর নামে এমন বক্তব্য দেওয়ায় তাঁর (প্রধানমন্ত্রী শেখ হাসিনার) মান সম্মান দেশে, বিদেশে ও আন্তর্জাতিক মহলে চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। যা তাঁর (প্রধানমন্ত্রীর) জন্য অসম্মানজনক ও মানহানিকর। এতে তিনি (প্রধানমন্ত্রীর) হেয় প্রতিপন্ন হয়েছেন। এছাড়াও এমন কুৎসামূলক বক্তব্যে বাংলাদেশের একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই তিনি (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম) বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় এই অভিযোগ দায়ের করেন। 

জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, জয়পুরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম একটি অভিযোগ দিয়েছেন। সেটিকে এখনো মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। আর বক্তব্যের কোনো লিংক এখনো পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই ও তদন্ত চলছে। তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত