Ajker Patrika

পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৩: ৪০
পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

নাটোরের লালপুরে নদীর পানিতে ডুবে মো. রাজু হোসেন (১৬) ও মাজেদুল হোসেন (৯) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ফুলজোড় নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ হয়। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাদের মরদেহ উদ্ধার করে। আজ বুধবার উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম কবরস্থানে দুই ভাইয়ের দাফন সম্পন্ন হয়েছে।

নিহতরা মাঝগ্রামের মো. বাবু হোসেনের সন্তান। দুই ভাইয়ের মধ্যে রাজু মাঝগ্রাম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এবং মাজেদুল মাঝগ্রাম হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। 

নিহতদের চাচা লিমন হোসেন জানান, গতকাল মঙ্গলবার তাঁর ভাই বাবু হোসেনের পরিবার সিরাজগঞ্জের উল্লাপাড়ার সাতবাড়িয়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে যান। দুপুরে সাতবাড়িয়া ফুলজোড় নদীতে মো. রাজু হোসেন ও মাজেদুল হোসেন গোসল করতে নামে। হঠাৎ বড় ভাই রাজু ডুবে যাচ্ছে দেখে, ছোট ভাই মাজেদুল উদ্ধার করতে গেলে দুই ভাই ডুবে নিখোঁজ হয়ে যায়। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাদের মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার রাতে তাদের মরদেহ নিজ গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে। 

এ বিষয়ে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. দিদারুল ইসলাম জানান, ডুবুরি দল বিকেলে রাজু আলী ও সন্ধ্যায় মাজেদুলের মরদেহ ফুলজোড় নদী থেকে উদ্ধার করে। রাতে পরিবারের লোকজনের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান জানান, মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি তিনি অবগত হয়েছেন। আজ বুধবার দুই ভাইয়ের দাফন সম্পন্ন হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত