Ajker Patrika

বগুড়ায় চোরাই মোটরসাইকেলসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় চোরাই মোটরসাইকেলসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় চোরাই মোটরসাইকেলসহ গোলাম গাউস (২৪) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বনানী থেকে তাঁকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গ্রেপ্তার গোলাম গাউস শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে। 

জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন আজকের পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বনানী এলাকা থেকে মোটরসাইকেলসহ গোলাম গাউছকে আটক করা হয়। তাঁর হেফাজতে থাকা হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেলটির মালিকানার স্বপক্ষে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি। এমনকি তিনি মোটরসাইকেলের বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। এ কারণে চোরাই মোটরসাইকেল সংরক্ষণের অভিযোগে আজ তাঁর নামে শাজাহানপুর থানায় মামলা করা হয়। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গোলাম গাউছকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রন্জু বলেন, ‘গোলাম গাউছ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত