Ajker Patrika

সংসদ সদস্য বকুলের বিরুদ্ধে মামলা খারিজ

প্রতিনিধি, লালপুর (নাটোর)
সংসদ সদস্য বকুলের বিরুদ্ধে মামলা খারিজ

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করে কমিটি গঠনের অভিযোগে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। মামলায় উত্থাপিত অভিযোগকে ‘গঠনতন্ত্র বিরোধী’ ও এতে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন আদালত। 

রোববার (২৯ আগস্ট ২০২১) লালপুরের সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক জাবেদ আকতার এ আদেশ দেন। 

আদালত সূত্রে জানা যায়, লালপুর উপজেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগকে না জানিয়ে নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল গঠনতন্ত্রবিরোধী উপায়ে কমিটি গঠন করছেন। এমন দাবি করে এর প্রতিকার চেয়ে গত ২৫ ফেব্রুয়ারি লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু নাটোরের সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় বকুল ছাড়াও আরও ৬ নেতাকে আসামি করা হয়। 

শহিদুল ইসলাম বকুলের আইনজীবী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মঙ্গলবার (৩১ আগস্ট ২০২১) বলেন, গত ২৬ আগস্ট বাদী পক্ষের দেওয়ানি কার্যবিধি ১৯৮০ এর আদেশ ৩৯ এর ১ ও ২ নম্বর বিধি মোতাবেক আনীত আবেদনসহ দায়েরকৃত মামলাটি উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি শেষে খারিজ করে দেওয়া হয়েছে। বিবাদীর বিরুদ্ধে আনীত অভিযোগ গঠনতন্ত্র সম্মত হয়নি বিধায় মামলাটি খারিজ করা হয়েছে। একজন সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা দায়েরের কারণে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও উল্লেখ করা হয়। 

সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, 'আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য মামলাটি করা হয়েছিল। সেই সঙ্গে লালপুরে আওয়ামী লীগের রাজনীতিকে অচল রাখার অভিপ্রায়ে গণতান্ত্রিক পদ্ধতিতে ইউনিয়ন পর্যায়ের সম্মেলন বাধাগ্রস্ত করতেই মামলা করে বাদীরা। রাজনীতিকে আদালত পর্যন্ত নেওয়ার জন্য বাদীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত