ফারাক্কা লংমার্চের ৪৯ বছর পূর্তি
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
‘দয়া হিসেবে ভারতের কাছ থেকে পদ্মার পানি চাওয়া হয় না, এটি ভাটির দেশ বাংলাদেশের অধিকার। ভারত এত দিন ধরে সেই অধিকার থেকে বাংলাদেশকে বঞ্চিত করেছে। এখন সময় এসেছে, ভারতের কাছ থেকে এই অধিকার আদায় করে নেওয়ার।’ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবসের ৪৯ বছর পূর্তি উপলক্ষে রাজশাহীতে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
ফারাক্কা লংমার্চের ৪৯ বছর পূর্তি উদ্যাপন কমিটি আজ শুক্রবার বিকেলে রাজশাহী কলেজ মিলনায়তনে এই সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
সভায় তিনি বলেন, ‘আমরা কারও দয়া চাচ্ছি না। ন্যায্য অধিকার চাচ্ছি। এটা আমাদের দিতে হবে। এত বছর ধরে ভারত আমাদের বঞ্চিত করেছে। তাদের বিচার হতে হবে।’
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসুদ। তিনি তাঁর প্রবন্ধে কয়েকটি প্রস্তাবনা তুলে ধরেন। বলেন, আগামী বছর ভারতের সঙ্গে ফারাক্কা চুক্তি শেষ হচ্ছে। নতুন চুক্তি নবায়নের সময় গ্যারান্টি ক্লজ, যা শুষ্ক মৌসুমে পদ্মার পানিপ্রবাহ নিশ্চিত করে সেটা আবার অন্তর্ভুক্ত করতে হবে। ফারাক্কার সমস্যাকে বাংলাদেশের অস্তিত্বের সমস্যা হিসেবে চিহ্নিত করে তার সমাধানে রাজনৈতিক চাপ দিতে হবে। জনমত গড়ে তুলতে হবে। সমস্যার সমাধানে ঐক্যের বিকল্প নেই।
অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। তিনি বলেন, ‘ফারাক্কা আমাদের অভিশাপ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই বার্তা ১৮ কোটি মানুষের এই দেশে নদী বিশেষজ্ঞ পাঁচজনের মধ্যেই সীমাবদ্ধ। বিশ্ববিদ্যালয়ে নদী আইন নিয়ে একটা বিভাগ খোলা উচিত। আমাদের বস্তুনিষ্ঠ গবেষণা খুব প্রয়োজন। ফারাক্কা বাঁধ দেওয়ার পর বাংলাদেশের ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণ করাও জরুরি।’
তিনি বলেন, ‘বিগত ১৬ বছরে ভারতের তাঁবেদারি করে ন্যায্য হিস্যা আদায় করতে পারেনি আওয়ামী লীগ। এখন অন্যান্য দলও ভারতকে তুষ্ট করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করতে হবে। এ জন্য আমাদের ছাত্র-জনতাকে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক ও নদী গবেষক মোহাম্মদ এজাজ বলেন, ‘ভারত সব সময় গঙ্গা, মেঘনা ও ব্রহ্মপুত্রকে একই অববাহিকায় চিন্তা করে সমস্যা সমাধানের কথা বলে। এটি হলে হবে না। বাংলাদেশকে বাঁচাতে হলে ফারাক্কা বাঁধ অপসারণ করতে হবে। শুধু গঙ্গার পানি চাইলে হবে না। মূল দাবি হতে হবে বাঁধ অপসারণ।’
প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, ‘ভারত প্রকৃতির রহমতের বিরুদ্ধে এই বাঁধ নির্মাণ করেছে। মওলানা আবদুল হামিদ খান ভাসানি ৪৯ বছর আগেই এর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। প্রাণ-প্রকৃতি রক্ষা ও অর্থনৈতিক মুক্তির জন্য আমাদেরও দাঁড়াতে হবে। বাঁধটাই ধ্বংস করতে হবে। ভারতেও এ আন্দোলন আছে। আমাদের কাছে শেষবারের মতো চরম আন্দোলনের সুযোগ এসেছে এই বাঁধ অপসারণের জন্য।’
সভায় সভাপতিত্ব করেন ফারাক্কা লংমার্চের ৪৯ বছর পূর্তি উদ্যাপন কমিটির আহ্বায়ক নদী গবেষক মাহবুব সিদ্দিকী। তিনি জানান, আগের সরকারের নানামুখী বাঁধা উপেক্ষা করে ২০১৪ সাল থেকে তাঁরা দিবসটি উদ্যাপন করছেন। এ আন্দোলনে যুবসমাজ সম্পৃক্ত হয়েছে। তিনি সবাইকে মওলানা ভাসানীকে আরও বেশি করে জানার আহ্বান জানান। বলেন, ‘বিগত সরকার সামনে একজনকে দাঁড় করিয়ে আর কাউকে জানতে দেয়নি। আমি দাবি করব, পাঠ্যপুস্তকে যেন মওলানা ভাসানীকে নিয়েই একটা অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়।’
সভায় আরও বক্তব্য দেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী, রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সংগঠক ত্বা-সিন খান। সভা সঞ্চালনায় ছিলেন লেখক ফজলুল হক তুহিন ও সাংবাদিক সাদিকুল ইসলাম স্বপন।
আলোচনা সভার আগে রাজশাহী কলেজের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপদেষ্টা ফরিদা আখতার এলে রাজশাহী কলেজ বিএনসিসির পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
‘দয়া হিসেবে ভারতের কাছ থেকে পদ্মার পানি চাওয়া হয় না, এটি ভাটির দেশ বাংলাদেশের অধিকার। ভারত এত দিন ধরে সেই অধিকার থেকে বাংলাদেশকে বঞ্চিত করেছে। এখন সময় এসেছে, ভারতের কাছ থেকে এই অধিকার আদায় করে নেওয়ার।’ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবসের ৪৯ বছর পূর্তি উপলক্ষে রাজশাহীতে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
ফারাক্কা লংমার্চের ৪৯ বছর পূর্তি উদ্যাপন কমিটি আজ শুক্রবার বিকেলে রাজশাহী কলেজ মিলনায়তনে এই সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
সভায় তিনি বলেন, ‘আমরা কারও দয়া চাচ্ছি না। ন্যায্য অধিকার চাচ্ছি। এটা আমাদের দিতে হবে। এত বছর ধরে ভারত আমাদের বঞ্চিত করেছে। তাদের বিচার হতে হবে।’
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসুদ। তিনি তাঁর প্রবন্ধে কয়েকটি প্রস্তাবনা তুলে ধরেন। বলেন, আগামী বছর ভারতের সঙ্গে ফারাক্কা চুক্তি শেষ হচ্ছে। নতুন চুক্তি নবায়নের সময় গ্যারান্টি ক্লজ, যা শুষ্ক মৌসুমে পদ্মার পানিপ্রবাহ নিশ্চিত করে সেটা আবার অন্তর্ভুক্ত করতে হবে। ফারাক্কার সমস্যাকে বাংলাদেশের অস্তিত্বের সমস্যা হিসেবে চিহ্নিত করে তার সমাধানে রাজনৈতিক চাপ দিতে হবে। জনমত গড়ে তুলতে হবে। সমস্যার সমাধানে ঐক্যের বিকল্প নেই।
অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। তিনি বলেন, ‘ফারাক্কা আমাদের অভিশাপ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই বার্তা ১৮ কোটি মানুষের এই দেশে নদী বিশেষজ্ঞ পাঁচজনের মধ্যেই সীমাবদ্ধ। বিশ্ববিদ্যালয়ে নদী আইন নিয়ে একটা বিভাগ খোলা উচিত। আমাদের বস্তুনিষ্ঠ গবেষণা খুব প্রয়োজন। ফারাক্কা বাঁধ দেওয়ার পর বাংলাদেশের ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণ করাও জরুরি।’
তিনি বলেন, ‘বিগত ১৬ বছরে ভারতের তাঁবেদারি করে ন্যায্য হিস্যা আদায় করতে পারেনি আওয়ামী লীগ। এখন অন্যান্য দলও ভারতকে তুষ্ট করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করতে হবে। এ জন্য আমাদের ছাত্র-জনতাকে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক ও নদী গবেষক মোহাম্মদ এজাজ বলেন, ‘ভারত সব সময় গঙ্গা, মেঘনা ও ব্রহ্মপুত্রকে একই অববাহিকায় চিন্তা করে সমস্যা সমাধানের কথা বলে। এটি হলে হবে না। বাংলাদেশকে বাঁচাতে হলে ফারাক্কা বাঁধ অপসারণ করতে হবে। শুধু গঙ্গার পানি চাইলে হবে না। মূল দাবি হতে হবে বাঁধ অপসারণ।’
প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, ‘ভারত প্রকৃতির রহমতের বিরুদ্ধে এই বাঁধ নির্মাণ করেছে। মওলানা আবদুল হামিদ খান ভাসানি ৪৯ বছর আগেই এর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। প্রাণ-প্রকৃতি রক্ষা ও অর্থনৈতিক মুক্তির জন্য আমাদেরও দাঁড়াতে হবে। বাঁধটাই ধ্বংস করতে হবে। ভারতেও এ আন্দোলন আছে। আমাদের কাছে শেষবারের মতো চরম আন্দোলনের সুযোগ এসেছে এই বাঁধ অপসারণের জন্য।’
সভায় সভাপতিত্ব করেন ফারাক্কা লংমার্চের ৪৯ বছর পূর্তি উদ্যাপন কমিটির আহ্বায়ক নদী গবেষক মাহবুব সিদ্দিকী। তিনি জানান, আগের সরকারের নানামুখী বাঁধা উপেক্ষা করে ২০১৪ সাল থেকে তাঁরা দিবসটি উদ্যাপন করছেন। এ আন্দোলনে যুবসমাজ সম্পৃক্ত হয়েছে। তিনি সবাইকে মওলানা ভাসানীকে আরও বেশি করে জানার আহ্বান জানান। বলেন, ‘বিগত সরকার সামনে একজনকে দাঁড় করিয়ে আর কাউকে জানতে দেয়নি। আমি দাবি করব, পাঠ্যপুস্তকে যেন মওলানা ভাসানীকে নিয়েই একটা অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়।’
সভায় আরও বক্তব্য দেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী, রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সংগঠক ত্বা-সিন খান। সভা সঞ্চালনায় ছিলেন লেখক ফজলুল হক তুহিন ও সাংবাদিক সাদিকুল ইসলাম স্বপন।
আলোচনা সভার আগে রাজশাহী কলেজের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপদেষ্টা ফরিদা আখতার এলে রাজশাহী কলেজ বিএনসিসির পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অজ্ঞান অবস্থায় উদ্ধার সেই তরুণীর বাড়ি ভোলা জেলায়। তিনি কলেজছাত্রী। বর্তমানে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বাবা মো. ফিরোজ হোসেন।
১৬ মিনিট আগেচাঁদাবাজির দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) বহিষ্কৃত আহ্বায়ক সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাত উল্লাহর কাছে তিনি ফৌজদার কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
২১ মিনিট আগেশিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠানটিতে পাঁচটি ট্রেডে পড়ালেখা চালু রয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার পর শাহীন আক্তার নানান অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তাঁরা অভিযোগ করেন, সরকার থেকে পাওয়া নিম্নমানের শিক্ষা উপকরণ বিতরণ করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। অফিস সহায়ক আমিনুলকে হিসাব শাখার দায়িত্ব দেওয়ার
২৭ মিনিট আগেবস্ত্র ও পাট এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, পুলিশ-প্রশাসন ঠিকমতো কাজ করছে না, কারণ, তাদের স্ট্রাকচারটাই শেষ হয়ে গেছে। আজ রোববার (৩ আগস্ট) দুপুরে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর এবং স্থানীয় প্রশাসন ও ট্রেড ইউনিয়ন...
১ ঘণ্টা আগে