Ajker Patrika

দিনাজপুরে রাবার ড্যামে গোসল করতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধি
দিনাজপুরে রাবার ড্যামে গোসল করতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

দিনাজপুর: দিনাজপুরে দেশের বৃহত্তম রাবার ড্যামে গোসল করতে নেমে সাজিদ হাসান তিয়াশ নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ মে) দুপুরে কয়েক বন্ধু মিলে তিয়াশ মোহনপুরের আত্রাই নদীর ওপর নির্মিত রাবার ড্যামে গোসল করতে নামলে প্রবল স্রোতে তলিয়ে যায়। পরবর্তীতে সন্ধ্যায় তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে দিনাজপুর মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, তিয়াশ বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়ায়। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নীলফামারী জেলা ছাত্র কল্যাণ সমিতির প্রচার সম্পাদক। তাঁর বাবার নাম গোলাম মোস্তফা। তিনি অবসরপ্রাপ্ত আনসার কর্মকর্তা।

তিয়াশের কলেজ জীবনের বন্ধু একরামুল হক রনি আজকের পত্রিকাকে বলেন, সোমবার দুপুরে তিয়াশ কয়েকজন বন্ধুসহ গোসল করতে রাবার ড্যামে নামলে হঠাৎ প্রবল স্রোতে পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত