বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় ইউনিয়ন বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আরও প্রকাশ্যে এসেছে। এক গ্রুপ ডিবি পুলিশের মাধ্যমে দলের সাবেক নেতাকে আটকের ব্যবস্থা করার পরদিন আরেক গ্রুপ থানায় গিয়ে তাঁকে ছাড়িয়ে নিয়েছে। এ ঘটনায় বিএনপির নেতা-কর্মীরা বলছেন, গ্রুপিং ও বিভক্তি দলে আরও গভীর হচ্ছে।
জানা গেছে, গত বুধবার রাতে বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মুনজুরুল হাসান ওরফে মুনজু সরকারকে বাউসা বাজার থেকে আটক করে রাজশাহী ডিবি পুলিশ। পরে তাঁকে বাঘা থানায় হস্তান্তর করা হয়। রাতভর দলের নেতাদের তদবিরেও তাঁকে মুক্তি দেওয়া হয়নি।
এরপর গতকাল বৃহস্পতিবার সকালে মুনজু সরকারের পক্ষের নেতা-কর্মীরা থানায় গিয়ে তদবির করে তাঁকে ছাড়িয়ে নিয়ে আসেন।
মুনজু সরকার জেলা বিএনপির সাবেক নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী বলে জানা গেছে। অন্যদিকে, বাউসা ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি রেজাউল করিমকে কেন্দ্রীয় আহ্বায়ক আবু সাঈদ চাঁদের ঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়।
মুনজু সরকারের পক্ষের নেতাদের অভিযোগ, রেজাউল করিম দলের নাম ভাঙিয়ে ক্ষমতার অপব্যবহার করছেন। তাঁদের দাবি, রেজাউল করিমই মুনজু সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন এবং আওয়ামী লীগ সমর্থিত লোকজনকে ব্যবহার করে বিএনপি কর্মীদের হয়রানি করছেন।
রেজাউল করিম অভিযোগ অস্বীকার করে বলেন, মুনজু সরকার ও তাঁর প্রয়াত বাবা বিএনপির সক্রিয় কর্মী হলেও তাঁরা আওয়ামী লীগের স্থানীয় নেতা এবং বর্তমান প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দ্বিতীয় স্ত্রীর আত্মীয়তার সুবাদে ভোট করেছেন এবং বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করেছেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, মুনজু সরকারের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
দলের একাংশ বলছে, এই ঘটনাগুলোতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আরও প্রকট হচ্ছে। গ্রুপিংয়ের কারণে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে।
স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনা নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। দলীয় বিভক্তি দ্রুত নিরসনের দাবি উঠেছে তৃণমূল নেতা-কর্মীদের কাছ থেকে।
রাজশাহীর বাঘায় ইউনিয়ন বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আরও প্রকাশ্যে এসেছে। এক গ্রুপ ডিবি পুলিশের মাধ্যমে দলের সাবেক নেতাকে আটকের ব্যবস্থা করার পরদিন আরেক গ্রুপ থানায় গিয়ে তাঁকে ছাড়িয়ে নিয়েছে। এ ঘটনায় বিএনপির নেতা-কর্মীরা বলছেন, গ্রুপিং ও বিভক্তি দলে আরও গভীর হচ্ছে।
জানা গেছে, গত বুধবার রাতে বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মুনজুরুল হাসান ওরফে মুনজু সরকারকে বাউসা বাজার থেকে আটক করে রাজশাহী ডিবি পুলিশ। পরে তাঁকে বাঘা থানায় হস্তান্তর করা হয়। রাতভর দলের নেতাদের তদবিরেও তাঁকে মুক্তি দেওয়া হয়নি।
এরপর গতকাল বৃহস্পতিবার সকালে মুনজু সরকারের পক্ষের নেতা-কর্মীরা থানায় গিয়ে তদবির করে তাঁকে ছাড়িয়ে নিয়ে আসেন।
মুনজু সরকার জেলা বিএনপির সাবেক নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী বলে জানা গেছে। অন্যদিকে, বাউসা ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি রেজাউল করিমকে কেন্দ্রীয় আহ্বায়ক আবু সাঈদ চাঁদের ঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়।
মুনজু সরকারের পক্ষের নেতাদের অভিযোগ, রেজাউল করিম দলের নাম ভাঙিয়ে ক্ষমতার অপব্যবহার করছেন। তাঁদের দাবি, রেজাউল করিমই মুনজু সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন এবং আওয়ামী লীগ সমর্থিত লোকজনকে ব্যবহার করে বিএনপি কর্মীদের হয়রানি করছেন।
রেজাউল করিম অভিযোগ অস্বীকার করে বলেন, মুনজু সরকার ও তাঁর প্রয়াত বাবা বিএনপির সক্রিয় কর্মী হলেও তাঁরা আওয়ামী লীগের স্থানীয় নেতা এবং বর্তমান প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দ্বিতীয় স্ত্রীর আত্মীয়তার সুবাদে ভোট করেছেন এবং বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করেছেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, মুনজু সরকারের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
দলের একাংশ বলছে, এই ঘটনাগুলোতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আরও প্রকট হচ্ছে। গ্রুপিংয়ের কারণে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে।
স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনা নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। দলীয় বিভক্তি দ্রুত নিরসনের দাবি উঠেছে তৃণমূল নেতা-কর্মীদের কাছ থেকে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেতন বৃদ্ধি ও নির্বাহী পরিচালক আবিদুর রহমানের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন মদিনা মেরিটাইম গ্রুপের শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকালে উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত কোম্পানির চত্বরে এ বিক্ষোভ মিছিল হয়। প্রায় ৯০০ শ্রমিক এতে অংশ নেন।
৭ মিনিট আগেমানিকগঞ্জের ঘিওর উপজেলায় ডাকাতদের হামলায় রাশিদা বেগম (৫৫) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার পয়লা ইউনিয়নের পশ্চিম বাইলজুড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
৮ মিনিট আগেমেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রাম থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে গাংনী থানার পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার চরগোয়াল গ্রামের ক্লাব বাজারের রহিতুল্লাহ সুপার মার্কেটের সামনে থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগেবগুড়ার কাহালু উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগণের সহযোগিতায় ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে কাহালু থানা-পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালাই ইউনিয়নের বার মাইল-তিন দিঘি গামী পাকা রাস্তার কুর্নিপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে