প্রতিনিধি
দুর্গাপুর: মুজিববর্ষে উপহার হিসেবে রাজশাহীর দুর্গাপুরে দ্বিতীয় ধাপে আরও ১৪ জন ভূমি ও গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সরকারি পাকা বাড়ি ‘স্বপ্ননীড়’। আগামীকাল রোববার প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে হস্তান্তরের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। রাজশাহীর বিভাগীয় কমিশনার হুমায়ন কবীর নবনির্মিত সরকারি পাকা বাড়ি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। এর আগে প্রথম পর্যায়ে উপজেলায় ৩২টি ভূমিহীন পরিবারের মধ্যে স্বপ্ননীড় বরাদ্দ দেওয়া হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসাইন বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সব ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গৃহ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রকল্পের অধীনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসীন মৃধার তত্ত্বাবধানে উপজেলার মাড়িয়া, দেলুয়াবাড়ী, ঝালুকাসহ কয়েক ইউনিয়নের ১৪টি পরিবারের জন্য পাকা ঘর নির্মাণ করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, ভূমি ও প্রকল্প অফিসের সমন্বয়ে তৈরি ঘরগুলো আবেদনের পিরপ্রেক্ষিতে উপজেলার স্থায়ী বাসিন্দা ভূমি ও গৃহহীনদের মধ্যে দেওয়ার কাজ সমাপ্ত করা হয়েছে। তিনি বলেন, প্রথম পর্যায়ে উপজেলায় ৩২টি গৃহহীন পরিবারের মধ্যে সরকারি পাকা বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে।
শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, দুই শতক জায়গার ওপর প্রতি পরিবারের দু-চৌচালাবিশিষ্ট রঙিন ঢেউটিনের ঘর, তাতে দুটি করে জানালা ও দরজা, ইটের দেওয়াল এবং পাকা মেঝে রয়েছে। এছাড়া বারান্দা এবং আলাদা স্থানে রান্না ঘর ও টয়লেট। রয়েছে বিদ্যুতের সংযোগ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা বলেন, দ্বিতীয় পর্যায়ে সরকারি পাকা বাড়ি নির্মাণের কাজ শেষ হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের এসব পাকা বাড়ি ১৪টি ভূমিহীন পরিবারের মধ্যে বরাদ্দ দেওয়া হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া অসহায় পরিবারের জন্য ‘স্বপ্ননীড়’ উপহার পাচ্ছেন, যা বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ।
দুর্গাপুর: মুজিববর্ষে উপহার হিসেবে রাজশাহীর দুর্গাপুরে দ্বিতীয় ধাপে আরও ১৪ জন ভূমি ও গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সরকারি পাকা বাড়ি ‘স্বপ্ননীড়’। আগামীকাল রোববার প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে হস্তান্তরের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। রাজশাহীর বিভাগীয় কমিশনার হুমায়ন কবীর নবনির্মিত সরকারি পাকা বাড়ি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। এর আগে প্রথম পর্যায়ে উপজেলায় ৩২টি ভূমিহীন পরিবারের মধ্যে স্বপ্ননীড় বরাদ্দ দেওয়া হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসাইন বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সব ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গৃহ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রকল্পের অধীনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসীন মৃধার তত্ত্বাবধানে উপজেলার মাড়িয়া, দেলুয়াবাড়ী, ঝালুকাসহ কয়েক ইউনিয়নের ১৪টি পরিবারের জন্য পাকা ঘর নির্মাণ করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, ভূমি ও প্রকল্প অফিসের সমন্বয়ে তৈরি ঘরগুলো আবেদনের পিরপ্রেক্ষিতে উপজেলার স্থায়ী বাসিন্দা ভূমি ও গৃহহীনদের মধ্যে দেওয়ার কাজ সমাপ্ত করা হয়েছে। তিনি বলেন, প্রথম পর্যায়ে উপজেলায় ৩২টি গৃহহীন পরিবারের মধ্যে সরকারি পাকা বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে।
শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, দুই শতক জায়গার ওপর প্রতি পরিবারের দু-চৌচালাবিশিষ্ট রঙিন ঢেউটিনের ঘর, তাতে দুটি করে জানালা ও দরজা, ইটের দেওয়াল এবং পাকা মেঝে রয়েছে। এছাড়া বারান্দা এবং আলাদা স্থানে রান্না ঘর ও টয়লেট। রয়েছে বিদ্যুতের সংযোগ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা বলেন, দ্বিতীয় পর্যায়ে সরকারি পাকা বাড়ি নির্মাণের কাজ শেষ হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের এসব পাকা বাড়ি ১৪টি ভূমিহীন পরিবারের মধ্যে বরাদ্দ দেওয়া হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া অসহায় পরিবারের জন্য ‘স্বপ্ননীড়’ উপহার পাচ্ছেন, যা বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ।
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দলে দলে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তের কোনো না কোনো পথ দিয়ে প্রতিদিনই ৩০-৪০ জন রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটছে। ঢুকে পড়া রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবিরের বিভিন্ন শেল্টার ও আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয়ে রয়েছে
১৬ মিনিট আগেবরগুনার তালতলীতে বনের গাছ কেটে জমি দখল করে মাছের ঘের করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। প্রকাশ্যে এসব করা হলেও চুপ রয়েছে প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, অসাধু বন কর্মকর্তাদের যোগসাজশে মোটা অঙ্কের টাকার বিনিময়ে গাছ কেটে মাছের ঘের করা হচ্ছে।
২২ মিনিট আগেঐতিহ্যবাহী বেইলি রোড ছেড়ে সাম্প্রতিক সময়ে ঢাকার নাট্যচর্চার প্রাণকেন্দ্র হয়ে উঠেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা। এর তিনটি হলে নিয়মিত নাট্যচর্চা হয়ে আসছিল বেশ কয়েক বছর ধরে। একে উপলক্ষ করে নাট্যকর্মীদের আড্ডায় প্রাণবন্ত হয়ে উঠত শিল্পকলা চত্বর। কিন্তু ৫ আগস্টের অভ্যুত্থানে রাজনৈতিক
২৭ মিনিট আগেরাজধানীর মিরপুর পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণি এলাকার একটি বাসা থেকে দুই বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মরিয়ম (৬০) ও সুফিয়া (৫২)। পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। শুক্রবার (৯ মে) সন্ধ্যা থেকে রাতের কোনো এক সময় তাঁদের হত্যা করা হয়েছে।
৩ ঘণ্টা আগে