পাবনা প্রতিনিধি
নিখোঁজ হওয়ার দুই দিন পর পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গাড়িচালক সম্রাট হোসেনের (২৯) লাশ মিলেছে।
ঈশ্বরদীর মধ্য অরনকোলা হজ ক্যাম্প এলাকার বাসিন্দা সম্রাট রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িচালক ছিলেন।
আজ শনিবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে পাবনা-কুষ্টিয়ার সীমান্তবর্তী শিলাইদহ ঘাট এলাকায় একটি প্রাডো গাড়ির ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সম্রাটের বন্ধু আব্দুল মমিনের স্ত্রী সীমা খাতুনকে (৩০) আটক করা হয়েছে বলে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিয়াউর রহমান জানিয়েছেন।
জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, গত বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে সম্রাট সর্বশেষ পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এরপর থেকে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। খোঁজ না পেয়ে ঈশ্বরদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।
তিনি আরও বলেন, ‘আজ সকালে শিলাইদহ ঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি প্রাডো জিপের ভেতর থেকে পচা গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে গাড়িটির ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্বজনেরা মরদেহটি সম্রাটের বলে শনাক্ত করেন।’
এর আগে বিভিন্ন সূত্রে খবর পেয়ে পুলিশ ঈশ্বরদীর বাঁশেরবাদা এলাকার বাসিন্দা ও সম্রাটের বন্ধু আব্দুল মমিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় মমিন পালিয়ে গেলেও আটক করা হয় তাঁর স্ত্রী সীমা খাতুনকে।
শিলাইদহ ঘাট এলাকার স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম আজকের পত্রিকা বলেন, ‘গাড়িটির অদূরে কলাবাগানে কাজ করার সময় এক চাষি চাবি পড়ে থাকতে দেখে আমার কাছে এগিয়ে আসেন। চাবিটি দাঁড়িয়ে থাকা গাড়িটির হবে এমন ভেবে স্থানীয়দের সঙ্গে করে দরজা খুলতে গিয়ে দেখি দরজা আনলক ছিল। দরজা খুলেই জুতাসহ পা দেখতে পেয়ে দরজা বন্ধ করে পুলিশে খবর দিই।’
গাড়ির মালিক আনিসুর রহমান বলেন, ‘আমার কয়েকটি গাড়ি রূপপুর প্রকল্পের বিভিন্ন কোম্পানিতে ভাড়া দেওয়া রয়েছে। তিন বছর ধরে সম্রাট এই গাড়িটি চালাচ্ছিলেন। গত বৃহস্পতিবার রাতে ফোনে না পেয়ে তাঁর খোঁজখবর শুরু করি। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেও কোনো সন্ধান পাইনি। পরে জানতে পারি গাড়িটি শিলাইদহ ঘাট এলাকায় দাঁড় করানো আছে। সেখানে গিয়ে জানতে পারি গাড়িতেই সম্রাটের লাশ রয়েছে।’
সম্রাটের বাবা আবু বক্কার বলেন, ‘কৌশলে ডেকে টাকা হাতিয়ে নিয়ে মমিন ও তাঁর স্ত্রী সীমা আমার ছেলেকে হত্যা করতে পারে বলে ধারণা করছি। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘সম্রাটের পরিবার ও গাড়ির মালিকের তথ্যের ভিত্তিতে বাঁশেরবাদা এলাকায় মমিনের বাসায় অভিযান চালানো হয়। অভিযানে মমিনের স্ত্রী সীমাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। পলাতক মমিনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। কুষ্টিয়ায় কুমারখালী থানার পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে।’
নিখোঁজ হওয়ার দুই দিন পর পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গাড়িচালক সম্রাট হোসেনের (২৯) লাশ মিলেছে।
ঈশ্বরদীর মধ্য অরনকোলা হজ ক্যাম্প এলাকার বাসিন্দা সম্রাট রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িচালক ছিলেন।
আজ শনিবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে পাবনা-কুষ্টিয়ার সীমান্তবর্তী শিলাইদহ ঘাট এলাকায় একটি প্রাডো গাড়ির ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সম্রাটের বন্ধু আব্দুল মমিনের স্ত্রী সীমা খাতুনকে (৩০) আটক করা হয়েছে বলে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিয়াউর রহমান জানিয়েছেন।
জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, গত বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে সম্রাট সর্বশেষ পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এরপর থেকে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। খোঁজ না পেয়ে ঈশ্বরদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।
তিনি আরও বলেন, ‘আজ সকালে শিলাইদহ ঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি প্রাডো জিপের ভেতর থেকে পচা গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে গাড়িটির ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্বজনেরা মরদেহটি সম্রাটের বলে শনাক্ত করেন।’
এর আগে বিভিন্ন সূত্রে খবর পেয়ে পুলিশ ঈশ্বরদীর বাঁশেরবাদা এলাকার বাসিন্দা ও সম্রাটের বন্ধু আব্দুল মমিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় মমিন পালিয়ে গেলেও আটক করা হয় তাঁর স্ত্রী সীমা খাতুনকে।
শিলাইদহ ঘাট এলাকার স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম আজকের পত্রিকা বলেন, ‘গাড়িটির অদূরে কলাবাগানে কাজ করার সময় এক চাষি চাবি পড়ে থাকতে দেখে আমার কাছে এগিয়ে আসেন। চাবিটি দাঁড়িয়ে থাকা গাড়িটির হবে এমন ভেবে স্থানীয়দের সঙ্গে করে দরজা খুলতে গিয়ে দেখি দরজা আনলক ছিল। দরজা খুলেই জুতাসহ পা দেখতে পেয়ে দরজা বন্ধ করে পুলিশে খবর দিই।’
গাড়ির মালিক আনিসুর রহমান বলেন, ‘আমার কয়েকটি গাড়ি রূপপুর প্রকল্পের বিভিন্ন কোম্পানিতে ভাড়া দেওয়া রয়েছে। তিন বছর ধরে সম্রাট এই গাড়িটি চালাচ্ছিলেন। গত বৃহস্পতিবার রাতে ফোনে না পেয়ে তাঁর খোঁজখবর শুরু করি। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেও কোনো সন্ধান পাইনি। পরে জানতে পারি গাড়িটি শিলাইদহ ঘাট এলাকায় দাঁড় করানো আছে। সেখানে গিয়ে জানতে পারি গাড়িতেই সম্রাটের লাশ রয়েছে।’
সম্রাটের বাবা আবু বক্কার বলেন, ‘কৌশলে ডেকে টাকা হাতিয়ে নিয়ে মমিন ও তাঁর স্ত্রী সীমা আমার ছেলেকে হত্যা করতে পারে বলে ধারণা করছি। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘সম্রাটের পরিবার ও গাড়ির মালিকের তথ্যের ভিত্তিতে বাঁশেরবাদা এলাকায় মমিনের বাসায় অভিযান চালানো হয়। অভিযানে মমিনের স্ত্রী সীমাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। পলাতক মমিনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। কুষ্টিয়ায় কুমারখালী থানার পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৪ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৫ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৮ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৮ ঘণ্টা আগে