লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আবেদা খাতুন নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনের নিকট কেবিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবেদা খাতুন (৪) গোপালপুর বাজার সংলগ্ন কেবিনপাড়া এলাকার দিনমজুর আবু হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের পাশে বাড়ি হওয়ায় আবেদা খাতুন অসতর্কভাবে রেললাইন পার হয়ে বাড়ি ফিরছিল। খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আবেদা খাতুন ঘটনাস্থলেই মারা যায়।
নিহতের বাবা দিনমজুর আবু হোসেন বলেন, আবেদা খাতুন তাঁর একমাত্র সন্তান। প্রতিদিন বাড়ির পাশে রেললাইনের ধারে সে খেলাধুলা করত। অসাবধানতাবশত ট্রেনের ধাক্কায় মেয়েটি চলে গেল।
আজিমনগর রেলওয়ে স্টেশন মাস্টার জিয়াউদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে খুলনা থেকে চিলাহাটিগামী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশন অতিক্রম করে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল চন্দ্র কর্মকার বলেন, দুর্ঘটনায় নিহত শিশু আবেদা খাতুনের মরদেহ পরিবারের লোকজন উদ্ধার করে নিয়ে গেছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এটি রেলওয়ের পুলিশের আওতায় হওয়ায় তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
নাটোরের লালপুরে আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আবেদা খাতুন নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনের নিকট কেবিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবেদা খাতুন (৪) গোপালপুর বাজার সংলগ্ন কেবিনপাড়া এলাকার দিনমজুর আবু হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের পাশে বাড়ি হওয়ায় আবেদা খাতুন অসতর্কভাবে রেললাইন পার হয়ে বাড়ি ফিরছিল। খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আবেদা খাতুন ঘটনাস্থলেই মারা যায়।
নিহতের বাবা দিনমজুর আবু হোসেন বলেন, আবেদা খাতুন তাঁর একমাত্র সন্তান। প্রতিদিন বাড়ির পাশে রেললাইনের ধারে সে খেলাধুলা করত। অসাবধানতাবশত ট্রেনের ধাক্কায় মেয়েটি চলে গেল।
আজিমনগর রেলওয়ে স্টেশন মাস্টার জিয়াউদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে খুলনা থেকে চিলাহাটিগামী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশন অতিক্রম করে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল চন্দ্র কর্মকার বলেন, দুর্ঘটনায় নিহত শিশু আবেদা খাতুনের মরদেহ পরিবারের লোকজন উদ্ধার করে নিয়ে গেছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এটি রেলওয়ের পুলিশের আওতায় হওয়ায় তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু থেকে ঝাঁপ দিয়ে এক যুবক নিখোঁজ রয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিখোঁজ ওই যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
১২ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানজট ও শব্দদূষণ কমানো এবং টেকসই পরিবেশবান্ধব শাটল সার্ভিস চালুর দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীদের একটি দল। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
২৪ মিনিট আগেবিয়ের দাবিতে বরগুনার আমতলীতে প্রবাসীর বাড়িতে (প্রেমিক) অনশনে বসা তরুণীর বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান হাসান ইপ্তির আদালতে মামলাটি দায়ের করা হয়।
২৬ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ মো. ফরহাদ হোসেন হলে বৈধভাবে আসন পেয়েও প্রশাসন তা বাতিল করায় কাঁথা-বালিশ নিয়ে হলগেটে অবস্থান করছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যা ৬টা থেকে হলটির প্রধান গেটের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন ভুক্তভোগীরা। হলে না ওঠানো পর্যন্ত তাঁদের এ কর্মসূচি চলবে বলে জানি
৩৩ মিনিট আগে