নাটোর প্রতিনিধি
নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় ট্রাকচালক মো. মহির উদ্দিনকে ( ৩০) গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বুধবার (২৩ জুলাই) রাত ৮টার দিকে মহিরকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প থেকে জানানো হয়।
মহির নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের সোনা মিয়ার ছেলে। এর আগে বিকেলে অজ্ঞাতনামা ট্রাক ড্রাইভারকে আসামি করে মামলা করে নিহত ইতি খাতুনের পরিবারের সদস্য নজরুল ইসলাম।
বনপাড়া হাইওয়ে থানার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আটজন নিহতের ঘটনায় এক নিহত ব্যক্তির স্বজন অজ্ঞাতনামা চালককে আসামি করে একটি হত্যা মামলা করেন। এ ছাড়া মর্মান্তিক এই দুর্ঘটনার পর পুলিশ প্রশাসনের উচ্চতর পর্যায় থেকে ট্রাকের চালককে গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল ট্রাকচালকের বিষয়ে খোঁজ শুরু করে। চালকের পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রযুক্তি ব্যবহার করে তাঁর সন্ধানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে গোপন সূত্রের তথ্যমতে নাটোর সদরের বামনডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে চালক মহিরকে গ্রেপ্তার করা হয়।
আজ সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জের কামারখন্দগামী একটি মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক পরিবারের সাতজনসহ আটজন নিহত হয়। তাদের সবার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ ও প্রাগপুর গ্রামে।
নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় ট্রাকচালক মো. মহির উদ্দিনকে ( ৩০) গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বুধবার (২৩ জুলাই) রাত ৮টার দিকে মহিরকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প থেকে জানানো হয়।
মহির নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের সোনা মিয়ার ছেলে। এর আগে বিকেলে অজ্ঞাতনামা ট্রাক ড্রাইভারকে আসামি করে মামলা করে নিহত ইতি খাতুনের পরিবারের সদস্য নজরুল ইসলাম।
বনপাড়া হাইওয়ে থানার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আটজন নিহতের ঘটনায় এক নিহত ব্যক্তির স্বজন অজ্ঞাতনামা চালককে আসামি করে একটি হত্যা মামলা করেন। এ ছাড়া মর্মান্তিক এই দুর্ঘটনার পর পুলিশ প্রশাসনের উচ্চতর পর্যায় থেকে ট্রাকের চালককে গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল ট্রাকচালকের বিষয়ে খোঁজ শুরু করে। চালকের পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রযুক্তি ব্যবহার করে তাঁর সন্ধানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে গোপন সূত্রের তথ্যমতে নাটোর সদরের বামনডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে চালক মহিরকে গ্রেপ্তার করা হয়।
আজ সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জের কামারখন্দগামী একটি মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক পরিবারের সাতজনসহ আটজন নিহত হয়। তাদের সবার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ ও প্রাগপুর গ্রামে।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২২ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২৭ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩২ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে