Ajker Patrika

হালতি বিলে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি 
ঝড়-বৃষ্টিতে নুয়ে পড়েছে ভুট্টাগাছ। ছবি: আজকের পত্রিকা
ঝড়-বৃষ্টিতে নুয়ে পড়েছে ভুট্টাগাছ। ছবি: আজকের পত্রিকা

নাটোরের নলডাঙ্গায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে বিভিন্ন ধরনের ফসল। গতকাল রোববার সন্ধ্যায় হঠাৎ করে নলডাঙ্গা উপজেলার মাধনগরের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিসহ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়। বড় বড় শিলা পড়ে। এতে মৌসুমি ফল আম ও লিচুর কুঁড়ি ঝরে গেছে। এ ছাড়া উঠতি চৈতালি ফসল এবং হালতি বিলের বোরো ধান মাটিতে লুটিয়ে পড়ায় ফলন বিপর্যয়ের শঙ্কায় রয়েছেন কৃষকেরা। গম, ভুট্টা ও কলার ব্যাপক ক্ষতি হবে বলে জানিয়েছেন তাঁরা।

কৃষি অফিস বলছে, বোরো ধানের খেত শুয়ে পড়েছে। ভুট্টাখেত ও পেঁয়াজবীজের ক্ষতি হয়েছে।

হালতি বিলের মাধনগর এলাকার কৃষক জহের আলী বলেন, ‘ঝড় শিলাবৃষ্টিতে আমার চার বিঘা বোরো ধানের মধ্যে এক বিঘা জমির জিরাশাইল ধান মাটিতে লুটিয়ে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

আরেক কৃষক আকরাম বলেন, ‘আর কয়েক দিন পর আমার জমির ধান পেকে যেত। এর মধ্যে গতকাল (রোববার) সন্ধ্যায় শিলাবৃষ্টিতে সেই ধান ঝরে গেছে। ধানের শিষে অর্ধেক ধান আছে।

সোনাপাতিল গ্রামের কৃষক মেজু আলী বলেন, ঝড়ে ভুট্টাগাছ মাটিতে শুয়ে পড়েছে। এতে ভুট্টার ফলন কমে যাবে।

নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন বলেন, উপজেলার হালতি বিলে সাড়ে ৭ হাজার হেক্টর বোরো ধানের মধ্যে ৭৯ হেক্টর জমির বোরো ধান শুয়ে পড়েছে। এ ছাড়া ভুট্টা ও দুই হেক্টর জমির পেঁয়াজবীজের ক্ষতি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত