Ajker Patrika

বগুড়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহতের নাম ববি আক্তার (২৭)। ঘটনার পর তাঁর স্বামী রোহান ব্যাপারী (৩৫) পালিয়ে গেছেন। পুলিশ রোহান ব্যাপারীর বাবা রবিউল ব্যাপারী ও মা পপি আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। রোববার (২৫ মে) রাত ১১টার দিকে শহরের নূরানী মোড় এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। বগুড়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির এ তথ্য নিশ্চিত করেছেন।

ববি আক্তারের স্বজনেরা জানান, সাত বছর আগে প্রেমের সম্পর্কে তাঁদের বিয়ে হয়। তাঁদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

জানা গেছে, গত ১৫ এপ্রিল রাতে বগুড়া শহরের কালিতলা এলাকায় রোহান ও তাঁর কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য মদ্যপ অবস্থায় দুই পুলিশ কর্মকর্তাকে মারধর করেন। এরপর ওই ঘটনায় মামলা হলে রোহান পলাতক ছিলেন। রোহান ব্যাপারী শহরের উত্তর চেলোপাড়ার বাসিন্দা হলেও তিনি স্ত্রীকে নিয়ে শহরের নূরানী মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

সম্প্রতি বেলী নামের এক নারীর সঙ্গে রোহানের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। স্ত্রী ববি ওই সম্পর্কে বাধা দিলে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। রোববার রাতে ঝগড়ার একপর্যায়ে রোহান ছুরি দিয়ে স্ত্রীর বুক ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করেন। পরে প্রতিবেশীরা তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, ‘ঘটনার পেছনে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ববি আক্তারের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজহারুলের খালাসের রায়ের পর ব্যারিস্টার জ্যোতির্ময় বললেন, প্রহসনের সাক্ষী হয়েছি

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেপ্তার, কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযান

সুব্রত বাইন দেড় মাস আগে কুষ্টিয়ায় বাসা ভাড়া নেন, খুলতেন না দরজা–জানালা

স্টারলিংক স্যাটেলাইট থেকে সরাসরি ইন্টারনেট

যেভাবে শীর্ষ সন্ত্রাসী হয়ে ওঠেন সুব্রত বাইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত