বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে মজুত বোতলজাত সয়াবিন তেল খোলা বিক্রির সংবাদে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব। এ অভিযানে কয়েকটি দোকান থেকে জব্দ করা হয় ৬ হাজার ৬০০ লিটার সয়াবিন তেল। পরে এই তেল ন্যায্যমূল্যে খোলা বাজারে বিক্রিসহ ওই সব ব্যবসায়ীকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার জোনাইল বাজারে এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর নাটোর এবং র্যাব-৫-এর সিপিসি-২ নাটোর অফিস।
র্যাব-৫-এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, উপজেলার জোনাইল বাজারের মোল্লা ডিপার্টমেন্টাল স্টোর থেকে ৪০০, রুপম স্টোর থেকে ১ হাজার, মিতা স্টোর থেকে ৬০০, বিল্লাল স্টোর থেকে ১০০ ও মেসার্স দেবাশীষ স্টোরের গুদাম থেকে বোতলজাত সারে ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর নাটোর কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর মেসার্স দেবাশীষ স্টোরকে ১ লাখ ৫০ হাজার, রুপম স্টোরকে ১ লাখ, মোল্লা স্টোরকে ২৫ হাজার, মিতা স্টোরকে ২৫ হাজার ও বিল্লাল স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত সয়াবিন সরকারনির্ধারিত পূর্বের মূল্যে ১৬০ টাকা লিটার হিসেবে স্থানীয় ব্যক্তিদের মধ্যে বিক্রি করা হয়েছে।
তিনি আরও বলেন, মেসার্স দেবাশীষ স্টোর নামের দোকান থেকে সারে ৪ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া গেছে। পূর্বে নির্ধারিত দামে তিনি এসব তেল কিনে গোডাউনে মজুত করেছিলেন। এখন এই বোতলজাত সয়াবিন খোলা সয়াবিন হিসেবে সরকার নির্ধারিত বর্ধিত মূল্যে বিক্রি করছিলেন। এই অবৈধ মজুত ও অতিরিক্ত মূল্য বিক্রয়ের অপরাধে তাঁকে সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই ধরনের অপরাধ করেছে মোল্লা ডিপার্টমেন্টাল স্টোর, রুপম স্টোর, মিতা স্টোর ও বিল্লাল স্টোর। পরে পুরোনো দরে স্থানীয় জনগণের মাঝে এসব তেল বিক্রির ব্যবস্থা গ্রহণ করা হয়।
নাটোরের বড়াইগ্রামে মজুত বোতলজাত সয়াবিন তেল খোলা বিক্রির সংবাদে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব। এ অভিযানে কয়েকটি দোকান থেকে জব্দ করা হয় ৬ হাজার ৬০০ লিটার সয়াবিন তেল। পরে এই তেল ন্যায্যমূল্যে খোলা বাজারে বিক্রিসহ ওই সব ব্যবসায়ীকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার জোনাইল বাজারে এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর নাটোর এবং র্যাব-৫-এর সিপিসি-২ নাটোর অফিস।
র্যাব-৫-এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, উপজেলার জোনাইল বাজারের মোল্লা ডিপার্টমেন্টাল স্টোর থেকে ৪০০, রুপম স্টোর থেকে ১ হাজার, মিতা স্টোর থেকে ৬০০, বিল্লাল স্টোর থেকে ১০০ ও মেসার্স দেবাশীষ স্টোরের গুদাম থেকে বোতলজাত সারে ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর নাটোর কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর মেসার্স দেবাশীষ স্টোরকে ১ লাখ ৫০ হাজার, রুপম স্টোরকে ১ লাখ, মোল্লা স্টোরকে ২৫ হাজার, মিতা স্টোরকে ২৫ হাজার ও বিল্লাল স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত সয়াবিন সরকারনির্ধারিত পূর্বের মূল্যে ১৬০ টাকা লিটার হিসেবে স্থানীয় ব্যক্তিদের মধ্যে বিক্রি করা হয়েছে।
তিনি আরও বলেন, মেসার্স দেবাশীষ স্টোর নামের দোকান থেকে সারে ৪ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া গেছে। পূর্বে নির্ধারিত দামে তিনি এসব তেল কিনে গোডাউনে মজুত করেছিলেন। এখন এই বোতলজাত সয়াবিন খোলা সয়াবিন হিসেবে সরকার নির্ধারিত বর্ধিত মূল্যে বিক্রি করছিলেন। এই অবৈধ মজুত ও অতিরিক্ত মূল্য বিক্রয়ের অপরাধে তাঁকে সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই ধরনের অপরাধ করেছে মোল্লা ডিপার্টমেন্টাল স্টোর, রুপম স্টোর, মিতা স্টোর ও বিল্লাল স্টোর। পরে পুরোনো দরে স্থানীয় জনগণের মাঝে এসব তেল বিক্রির ব্যবস্থা গ্রহণ করা হয়।
ভোলার ঘরে ঘরে গ্যাস-সংযোগ, সরকারি মেডিকেল কলেজ স্থাপন ও ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ করেছেন স্কুলশিক্ষার্থীরা। বুধবার সকালে ভোলায় এই কর্মসূচি পালন করা হয়। সদর উপজেলার ব্যাংকের হাট এলাকায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়।
১ মিনিট আগেরাজধানীর কারওয়ান বাজার রেললাইনে ট্রেনের ধাক্কায় লোকমান হোসেন প্রধানিয়া (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ বুধবার বেলা ১২টার দিকে বাজার সংলগ্ন রেললাইন পার হতে গিয়ে কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। মুমূর্ষু অবস্থায় পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা ১টার
৩ মিনিট আগেমিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনা ও বর্ডার গার্ড পুলিশের ৩৪ সদস্যকে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ করা ছয় নাগরিককে বিভিন্ন অপরাধে সাজাভোগের পর ফেরত নিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ।
১৪ মিনিট আগেফরিদপুরের মধুখালী উপজেলার গোপালদী গ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
১৪ মিনিট আগে