Ajker Patrika

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫ 

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫ 

জয়পুরহাটের আক্কেলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় দিকে আক্কেলপুর-বগুড়া সড়কের উপজেলার ভিকনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও দুর্ঘটনায় আহত যাত্রীরা বলেন, আক্কেলপুর বাসটার্মিনাল থেকে দাদা-নাতি পরিবহনের বাসটি বগুড়ার উদ্দেশ্যে ছাড়ে। বাসটিতে চালক ও সহকারীসহ ৩০ জন যাত্রী ছিলেন। সকাল সোয়া ৯টার দিকে ওই স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাককে সাইড দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে বাসের সহকারীসহ ২৫ জন আহত হন। খবর পেয়ে আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করেন। এর মধ্যে ১২ জন যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। 

আহত যাত্রী হারুনুর রশিদ বলেন, ‘বাসটি ভিকনী গ্রামে পৌঁছালে হঠাৎ একটি ট্রাককে সাইড দিতে গিয়ে বাসটি সড়কের নিচে খাদে পড়ে যায়। এরপর আর কিছু বলতে পারব না।’ 

বাসযাত্রী আজাদুল ইসলাম বলেন, ‘বাসটি দ্রুত গতিতে চলছিল। মুহূর্তের মধ্য খালে উল্টে গেল। ধারণা করছি প্রধান চালক বাসটি চালাচ্ছিলেন না।’ 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসাফুদৌলা বলেন, আহতদের মধ্যে ১২ জন জনের হাত ও পায়ে আঘাত পেয়েছিলেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ছয়জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত মেহেদুল ইসলাম নামে ওই বাসের সহকারীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের টিম লিডার আমির আলি বলেন, ‘ধারণা করা হচ্ছে বাসটি চালকের সহকারী চালাচ্ছিলেন। তিনিই গুরুতর আহত হয়েছেন। আমরা খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করেছি। বাসটি এখনো পানিতে উল্টে আছে। বাসের নিচে পানিতে কেউ আটকা আছে কিনা সেটি বাস উল্টালেই বোঝা যাবে। দুর্ঘটনায় প্রায় ২৫ জন যাত্রী আহত হয়েছেন, তবে কেউ মারা যাননি।’ 

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, খাদের পানি থেকে বাসটি ওপরে তোলার কাজ চলছে। যাত্রীরা আহত হলেও কেউ মারা যায়নি। বাসের ভেতরে রাখা মালামাল রক্ষা করার জন্য ঘটনাস্থলে পুলিশ রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত