Ajker Patrika

সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

রাজশাহীতে জেলা পরিষদের জায়গায় শহীদ মিনারের সঙ্গে অন্য কোন স্থাপনা নির্মাণ না করার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার রাজশাহী জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালন করে। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আগামী ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেব আমরা। জেলা পরিষদ যে চক্রান্ত করছে ব্যবসা প্রতিষ্ঠান করার, সেটি থেকে সরে দাঁড়ানোর জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।’ 

তাঁরা আরও বলেন, ‘বিভাগীয় শহর রাজশাহীতে কেন্দ্রীয়ভাবে একটিও শহীদ মিনার নেই। এটি আমাদের জন্য লজ্জার। তাই তিন বছর আগে মীমাংসিত এই জায়গাতেই শহীদ মিনার করতে হবে। অন্য কোনো প্রতিষ্ঠান করতে দেওয়া হবে না।’ 

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কল্পনা রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন-সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১-এর বিভাগীয় সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, রাজশাহী থিয়েটারের সভাপতি নিতাই ঘোষ, মুক্তিযুদ্ধ পাঠাগারের সভাপতি আব্দুল লতিফ চঞ্চল, রাজশাহী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আখতার কাজল, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত