Ajker Patrika

সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্পাদকসহ ৬ নেতা-কর্মী কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ মে ২০২৩, ১৫: ০৯
সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্পাদকসহ ৬ নেতা-কর্মী কারাগারে

সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ছয় নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুর রহমান রানা এ তথ্য নিশ্চিত করেন। 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামন মুরাদ, সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, কালিয়া হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্লোভ, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সোহেল রানা ও ইউনিয়ন যুবদলের নেতা নোমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 

এর আগে বিএনপির নেতা-কর্মীরা এসটি ৯৯ নম্বর মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। আজ সকালে জেলা ও দায়রা জজ আদালতে স্থানীয় জামিনের জন্য ৪৬টি আবেদন করেন। আদালত ছয়জনের জামিন না-মঞ্জুর করে তাদের কারাগারে পাঠান। 

এদিকে বিএনপির নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি করেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, সহসভাপতি নাজমুল হাসান রানা, যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, নুরু কায়েম সবুজ, জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু। 

গত ১১ ফেব্রুয়ারি সদর উপজেলা কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে ১৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও সরকারি কাজে বাধা, ককটেল নিক্ষেপ, 
ভাঙচুরের অভিযোগে সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ও কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে বিএনপির ৯৮৬ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুটি মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত