Ajker Patrika

ওসির নম্বর ক্লোন করে চেয়ারম্যান পদপ্রার্থীদের কাছে টাকা দাবির অভিযোগ

পাবনা প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৫: ৫৮
ওসির নম্বর ক্লোন করে চেয়ারম্যান পদপ্রার্থীদের কাছে টাকা দাবির অভিযোগ

পাবনার সুজানগর থানার ওসি মিজানুর রহমান ও আমিনপুর থানার ওসি রওশন আলমের সরকারি ফোন নম্বর ‘ক্লোন’ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের কাছ থেকে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার দুপুর থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার প্রার্থীদের কাছ থেকে ফোন করে টাকা দাবি করা হয়। এ ঘটনায় আমিনপুর ও সুজানগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

উপজেলার আমিনপুর থানার রানীনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জি এম তৌফিকুল আলম পীযূষ আজকের পত্রিকাকে বলেন, ওসির নম্বর থেকে ফোন করে তাঁর কাছে এক লাখ টাকা চাওয়া হয়। পরে তিনি পুলিশকে জানালে প্রতারক চক্রের বিষয়ে জানতে পারেন। 

একই ধরনের ফোন পেয়েছিলেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন মানিকহাট ইউনিয়নের নৌকার প্রার্থী শফিউল ইসলাম খান। তিনি বলেন, `ওসির নম্বর থেকে ফোন এলেও ব্যস্ততার কারণে ধরতে পারিনি। পরে ওসিকে ফোন করে কারণ জানতে চাইলে বুঝতে পারি তাঁর নম্বরটি ক্লোন করা হয়েছে।' 

এ বিষয়ে আমিনপুর থানার ওসি রওশন আলম বলেন, `এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। তা ছাড়া আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। আশা করছি প্রতারক চক্রটিকে দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।' 

প্রতারক চক্রের বিষয়ে প্রার্থীদের সতর্ক থাকতে বলা হয়েছে উল্লেখ করে সুজানগর থানার ওসি মিজানুর রহমান বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে কিছু দুষ্কৃতকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারাই সরকারি নম্বর ক্লোন করে প্রতারণা চালাচ্ছে। 

এ বিষয়ে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান আজকের পত্রিকাকে বলেন, আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে একটি অসাধু চক্র সরকারি নম্বর ক্লোন করে প্রার্থীদের কাছ থেকে বিকাশ বা নগদের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে। তাই এ ধরনের নম্বর থেকে কল এলে তাৎক্ষণিক পুলিশকে জানানোর জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে সুজানগর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ১

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত