Ajker Patrika

রাতে নিখোঁজ সকালে মিলল বৃদ্ধার মরদেহ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১৪: ০৩
রাতে নিখোঁজ সকালে মিলল বৃদ্ধার মরদেহ

রাজশাহীর দুর্গাপুরে রাতে নিখোঁজের পর সকালে পুকুরে ভেসে ওঠে রাজুবালা (৬৫) নামের এক বৃদ্ধার মরদেহ। 

আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাড়ির পাশে একটি পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

রাজুবালা উপজেলার পানানগর ইউনিয়নের বেলঘরিয়া গ্রামের মৃত ভাদু প্রামাণিকের স্ত্রী। 

রাজুবালার ভাই সুনীল কুমার বলেন, ‘আমার বোন মানসিক ভারসাম্যহীন ছিলেন। বৃহস্পতিবার মধ্যরাতে বোনকে তাঁর ঘরে পাওয়া যাচ্ছিল না। তাঁকে বাড়ির আশপাশে অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে প্রতিবেশীরা বোনকে বাড়ির পাশে পুকুর ভাসতে দেখে। এ সময় স্থানীয় মেম্বারের সহযোগিতায় থানার পুলিশকে খবর দেওয়া হয়।’ 

সুনীল আরও বলেন, ‘আমাদের ধারণা, রাজুবালা রাতে পুকুরঘাটে এসে পানিতে পড়ে ডুবে যায়। সে মানসিক ভারসাম্যহীন ছিল। সে নিঃসন্তান ছিল।’

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, ‘পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুনেছি, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ওসি ঘটনাস্থলে আসবেন, পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত