সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রয়াত এক সংসদ সদস্যের (এমপি) পাজেরো গাড়িতে করে ফেনসিডিল পাচারের সময় সুজন হোসেন (২৯) নামের এক যুবককে আটক করেছে র্যাব। এ সময় পাজেরো গাড়িসহ ৪৪২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। তবে প্রয়াত ওই সংসদ সদস্যের পরিচয় প্রকাশ করেনি র্যাব।
আজ রোববার দুপুরে সিরাজগঞ্জ র্যাবের হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন র্যাব-১২-এর অধিনায়ক মো. মারুফ হোসেন।
এর আগে গতকাল শনিবার বেলা ২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে প্রয়াত এক সংসদ সদস্যের শুল্কমুক্ত পাজেরো গাড়িসহ ওই যুবককে আটক করা হয়। আটক সুজন চাঁদপুরের মতলব উত্তর থানার এখলাছপুর গ্রামের বাসিন্দা।
র্যাব-১২ অধিনায়ক মো. মারুফ হোসেন বলেন, ৪৪২ বোতল ফেনসিডিল পাচার করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার দুপুরে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনের তল্লাশি চালানো হয়। এ সময় একটি পাজেরো জিপগাড়ি (যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ঘ-০২-২৯১৫) আসতে দেখে থামানো হয়। এ সময় গাড়িতে থাকা সুজন হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন যে, গাড়ির তেলের ট্যাংকে ফেনসিডিল লুকানো আছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ফেনসিডিলসহ গাড়িটি জব্দ করা হয়। গাড়িটি বিশেষ একটি রাজনৈতিক দলের প্রয়াত সংসদ সদস্যের। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
র্যাবের অধিনায়ক আরও বলেন, গ্রেপ্তার মাদক ব্যবসায়ী জিজ্ঞাসাবাদে জানান, দীর্ঘদিন ধরে বড় বড় মাদকের চালান সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল চক্রটি। এ ছাড়া প্রয়াত যে সংসদ সদস্যের গাড়িতে মাদক পাচার হচ্ছিল, সেই ব্যক্তি মারা গেছেন। তিনি বিশেষ একটি রাজনৈতিক দলের এমপি ছিলেন। গাড়িটি মাদক ব্যবসায়ীর কাছে কীভাবে এল এবং কারা এর সঙ্গে জড়িত, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে।
প্রয়াত এক সংসদ সদস্যের (এমপি) পাজেরো গাড়িতে করে ফেনসিডিল পাচারের সময় সুজন হোসেন (২৯) নামের এক যুবককে আটক করেছে র্যাব। এ সময় পাজেরো গাড়িসহ ৪৪২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। তবে প্রয়াত ওই সংসদ সদস্যের পরিচয় প্রকাশ করেনি র্যাব।
আজ রোববার দুপুরে সিরাজগঞ্জ র্যাবের হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন র্যাব-১২-এর অধিনায়ক মো. মারুফ হোসেন।
এর আগে গতকাল শনিবার বেলা ২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে প্রয়াত এক সংসদ সদস্যের শুল্কমুক্ত পাজেরো গাড়িসহ ওই যুবককে আটক করা হয়। আটক সুজন চাঁদপুরের মতলব উত্তর থানার এখলাছপুর গ্রামের বাসিন্দা।
র্যাব-১২ অধিনায়ক মো. মারুফ হোসেন বলেন, ৪৪২ বোতল ফেনসিডিল পাচার করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার দুপুরে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনের তল্লাশি চালানো হয়। এ সময় একটি পাজেরো জিপগাড়ি (যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ঘ-০২-২৯১৫) আসতে দেখে থামানো হয়। এ সময় গাড়িতে থাকা সুজন হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন যে, গাড়ির তেলের ট্যাংকে ফেনসিডিল লুকানো আছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ফেনসিডিলসহ গাড়িটি জব্দ করা হয়। গাড়িটি বিশেষ একটি রাজনৈতিক দলের প্রয়াত সংসদ সদস্যের। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
র্যাবের অধিনায়ক আরও বলেন, গ্রেপ্তার মাদক ব্যবসায়ী জিজ্ঞাসাবাদে জানান, দীর্ঘদিন ধরে বড় বড় মাদকের চালান সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল চক্রটি। এ ছাড়া প্রয়াত যে সংসদ সদস্যের গাড়িতে মাদক পাচার হচ্ছিল, সেই ব্যক্তি মারা গেছেন। তিনি বিশেষ একটি রাজনৈতিক দলের এমপি ছিলেন। গাড়িটি মাদক ব্যবসায়ীর কাছে কীভাবে এল এবং কারা এর সঙ্গে জড়িত, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে।
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৬ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৬ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৬ ঘণ্টা আগে