Ajker Patrika

প্রয়াত এমপির গাড়িতে পাচার করা হচ্ছিল ফেনসিডিল, যুবক আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রয়াত এমপির গাড়িতে পাচার করা হচ্ছিল ফেনসিডিল, যুবক আটক

প্রয়াত এক সংসদ সদস্যের (এমপি) পাজেরো গাড়িতে করে ফেনসিডিল পাচারের সময় সুজন হোসেন (২৯) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব। এ সময় পাজেরো গাড়িসহ ৪৪২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। তবে প্রয়াত ওই সংসদ সদস্যের পরিচয় প্রকাশ করেনি র‍্যাব।

আজ রোববার দুপুরে সিরাজগঞ্জ র‍্যাবের হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন র‍্যাব-১২-এর অধিনায়ক মো. মারুফ হোসেন।

এর আগে গতকাল শনিবার বেলা ২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে প্রয়াত এক সংসদ সদস্যের শুল্কমুক্ত পাজেরো গাড়িসহ ওই যুবককে আটক করা হয়। আটক সুজন চাঁদপুরের মতলব উত্তর থানার এখলাছপুর গ্রামের বাসিন্দা।

র‍্যাব-১২ অধিনায়ক মো. মারুফ হোসেন বলেন, ৪৪২ বোতল ফেনসিডিল পাচার করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার দুপুরে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনের তল্লাশি চালানো হয়। এ সময় একটি পাজেরো জিপগাড়ি (যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ঘ-০২-২৯১৫) আসতে দেখে থামানো হয়। এ সময় গাড়িতে থাকা সুজন হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন যে, গাড়ির তেলের ট্যাংকে ফেনসিডিল লুকানো আছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ফেনসিডিলসহ গাড়িটি জব্দ করা হয়। গাড়িটি বিশেষ একটি রাজনৈতিক দলের প্রয়াত সংসদ সদস্যের। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ফেনসিডিলসহ জব্দ পাজেরোর‍্যাবের অধিনায়ক আরও বলেন, গ্রেপ্তার মাদক ব্যবসায়ী জিজ্ঞাসাবাদে জানান, দীর্ঘদিন ধরে বড় বড় মাদকের চালান সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল চক্রটি। এ ছাড়া প্রয়াত যে সংসদ সদস্যের গাড়িতে মাদক পাচার হচ্ছিল, সেই ব্যক্তি মারা গেছেন। তিনি বিশেষ একটি রাজনৈতিক দলের এমপি ছিলেন। গাড়িটি মাদক ব্যবসায়ীর কাছে কীভাবে এল এবং কারা এর সঙ্গে জড়িত, তা উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত