বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে হাতুড়িপেটার পর মাথার চুল ন্যাড়া করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে।
আজ সোমবার সকালে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের কলাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারীর স্বামী মসে সরকারকে (৬১) গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) বেনজির আহমেদ।
জানা গেছে, ঘটনার পর স্বজনেরা ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। স্বামী মসে সরকার ওই এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী নারী বলেন, বেশ কিছুদিন থেকে জমি লিখে নেওয়ার জন্য তাঁর স্বামী তাঁকে নির্যাতন করছিল। কিন্তু তিনি দিতে রাজি না হওয়ায় ঘটনার দিন সকালে তাঁর স্বামী নিজ ঘরে ওড়না দিয়ে দুই হাত বেঁধে শারীরিকভাবে নির্যাতন করতে থাকেন।
একপর্যায়ে হাতুড়ি দিয়ে হাতের ওপর আঘাত করেন। পরে তিনি চিৎকার করলে তাঁর স্বামী আরও রেগে গিয়ে তাঁর মাথার চুল কেটে ন্যাড়া করে দেন।
পরে স্থানীয়রা স্বজনদের খবর দিলে তাঁরা এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগীর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া তিনি হাতে গুরুতর আঘাত পেয়েছেন। হাত ভেঙে গিয়েছে কি না তা এক্স-রে করার পরে জানা যাবে।’
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেনজির আহমেদ বলেন, ‘খবর পেয়ে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নাটোরের বাগাতিপাড়ায় জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে হাতুড়িপেটার পর মাথার চুল ন্যাড়া করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে।
আজ সোমবার সকালে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের কলাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারীর স্বামী মসে সরকারকে (৬১) গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) বেনজির আহমেদ।
জানা গেছে, ঘটনার পর স্বজনেরা ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। স্বামী মসে সরকার ওই এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী নারী বলেন, বেশ কিছুদিন থেকে জমি লিখে নেওয়ার জন্য তাঁর স্বামী তাঁকে নির্যাতন করছিল। কিন্তু তিনি দিতে রাজি না হওয়ায় ঘটনার দিন সকালে তাঁর স্বামী নিজ ঘরে ওড়না দিয়ে দুই হাত বেঁধে শারীরিকভাবে নির্যাতন করতে থাকেন।
একপর্যায়ে হাতুড়ি দিয়ে হাতের ওপর আঘাত করেন। পরে তিনি চিৎকার করলে তাঁর স্বামী আরও রেগে গিয়ে তাঁর মাথার চুল কেটে ন্যাড়া করে দেন।
পরে স্থানীয়রা স্বজনদের খবর দিলে তাঁরা এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগীর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া তিনি হাতে গুরুতর আঘাত পেয়েছেন। হাত ভেঙে গিয়েছে কি না তা এক্স-রে করার পরে জানা যাবে।’
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেনজির আহমেদ বলেন, ‘খবর পেয়ে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগেশ্রীনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আজহার (৫২) নামের এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার উপজেলার শ্রীনগর ইউনিয়নের ধাইসার সাদ্দামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেনিখোঁজের দুই দিন পর শরীয়তপুরের ভেদরগঞ্জে তায়বা (৬) নামের এক শিশুর লাশ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার ছৈয়ালকান্দি গ্রামের মেসবাহউদ্দীন মোল্লার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেএকটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর পেট ব্যথা শুরু হলে সে তার আরেক সহপাঠীকে নিয়ে সাভার আলীর ভেষজ ওষুধের দোকানে যায়। অসুস্থ ওই শিক্ষার্থীকে পেট পরীক্ষার নামে কবিরাজ তাকে গোপন কক্ষে নিয়ে যান। সেখানে কৌশলে তাকে ধর্ষণ করা হয়। এ সময় ওই শিক্ষার্থীর সহপাঠীকে বাইরের চেম্বারে বসিয়ে রাখা হয়েছিল।
১ ঘণ্টা আগে