মো. তারেক রহমান, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে চালের বাজারে সিন্ডিকেটের প্রভাবসহ কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ উঠেছে। সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে পাঁচ থেকে ছয় টাকা, বিশেষ করে স্বর্ণা, ২৮, জিরা, কাটারিভোগ এবং বাসমতি চালের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিক্রেতারা অভিযোগ করছেন, বড় আড়তদার ও মিলমালিকেরা সিন্ডিকেটের মাধ্যমে সরবরাহ কমিয়ে চালের দাম বাড়াচ্ছেন। তাঁরা বলছেন, চালের দাম বেড়ে যাওয়ার পেছনে মজুতদারদের হাত রয়েছে, যা বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে।
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র অঞ্চলসহ বিভিন্ন এলাকায় বছরে তিন মৌসুমে ইরি, বোরো ও আমন ধান চাষ হয়। বর্তমানে বাজারে নতুন আমন ধান উঠছে, তাতেও সব ধরনের চালের দাম বেড়ে গেছে। সাত দিন আগে স্বর্ণা চাল প্রতি কেজি ৫০ টাকা ছিল, এখন তা ৫৫ টাকা। ২৮ চাল ৬৭ টাকায় বিক্রি হতো, এখন তা ৭০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। জিরা চাল ৭৭ টাকায় বিক্রি হলেও দাম ৫ টাকা বেড়ে গেছে। কাটারিভোগ চালের দাম ৮৫ টাকার ওপরে চলে গেছে এবং বাসমতি চালও ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলছেন, প্রশাসনের নজরদারি না থাকায় সিন্ডিকেটের পক্ষ থেকে এ সুযোগ নেওয়া হচ্ছে। নিয়ামত আলী একজন চাল ক্রেতা। তিনি বলেন, গত সপ্তাহে স্বর্ণা চাল কিনেছিলেন ৫০ টাকায়, আর আজ তা ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। তিনি মনে করেন, চালের ভরা মৌসুমে দাম বাড়ানোর সুযোগ নেই, তাই সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ানো হচ্ছে। আরেক ক্রেতা বিশু বলেন, তিনি ৫০ কেজি চাল কেনার জন্য বাজারে এসেছিলেন, কিন্তু দাম শুনে মাত্র ২০ কেজি চাল কিনে ফিরে গেছেন। তিনি বলেন, বড় আড়তদার ও মিল মালিকেরা বিনা অজুহাতে দাম বাড়িয়ে দিয়েছেন এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় তারা নিয়মিত এই সুযোগ নিচ্ছেন।
চালের খুচরা বিক্রেতা মোবারক হোসেন বলেন, সয়াবিন তেলের মতো চালের দামও সিন্ডিকেটের মাধ্যমে বাড়ানো হচ্ছে এবং সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। তিনি মনে করেন, যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়, তবে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আরেক বিক্রেতা জানান, চাহিদার তুলনায় আড়তদাররা চাল সরবরাহ করছেন না, যা বাজারে সংকট তৈরি করেছে এবং দাম বেড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল আজকের পত্রিকাকে বলেন, সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, টাস্কফোর্স গঠন করে দ্রুত অভিযান চালানো হবে। তিনি আরও বলেন, যদি মিল মালিক বা আড়তদারেরা মজুত করে চালের দাম বাড়ান, তবে তাঁদের ছাড় দেওয়া হবে না।
চাঁপাইনবাবগঞ্জে চালের বাজারে সিন্ডিকেটের প্রভাবসহ কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ উঠেছে। সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে পাঁচ থেকে ছয় টাকা, বিশেষ করে স্বর্ণা, ২৮, জিরা, কাটারিভোগ এবং বাসমতি চালের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিক্রেতারা অভিযোগ করছেন, বড় আড়তদার ও মিলমালিকেরা সিন্ডিকেটের মাধ্যমে সরবরাহ কমিয়ে চালের দাম বাড়াচ্ছেন। তাঁরা বলছেন, চালের দাম বেড়ে যাওয়ার পেছনে মজুতদারদের হাত রয়েছে, যা বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে।
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র অঞ্চলসহ বিভিন্ন এলাকায় বছরে তিন মৌসুমে ইরি, বোরো ও আমন ধান চাষ হয়। বর্তমানে বাজারে নতুন আমন ধান উঠছে, তাতেও সব ধরনের চালের দাম বেড়ে গেছে। সাত দিন আগে স্বর্ণা চাল প্রতি কেজি ৫০ টাকা ছিল, এখন তা ৫৫ টাকা। ২৮ চাল ৬৭ টাকায় বিক্রি হতো, এখন তা ৭০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। জিরা চাল ৭৭ টাকায় বিক্রি হলেও দাম ৫ টাকা বেড়ে গেছে। কাটারিভোগ চালের দাম ৮৫ টাকার ওপরে চলে গেছে এবং বাসমতি চালও ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলছেন, প্রশাসনের নজরদারি না থাকায় সিন্ডিকেটের পক্ষ থেকে এ সুযোগ নেওয়া হচ্ছে। নিয়ামত আলী একজন চাল ক্রেতা। তিনি বলেন, গত সপ্তাহে স্বর্ণা চাল কিনেছিলেন ৫০ টাকায়, আর আজ তা ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। তিনি মনে করেন, চালের ভরা মৌসুমে দাম বাড়ানোর সুযোগ নেই, তাই সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ানো হচ্ছে। আরেক ক্রেতা বিশু বলেন, তিনি ৫০ কেজি চাল কেনার জন্য বাজারে এসেছিলেন, কিন্তু দাম শুনে মাত্র ২০ কেজি চাল কিনে ফিরে গেছেন। তিনি বলেন, বড় আড়তদার ও মিল মালিকেরা বিনা অজুহাতে দাম বাড়িয়ে দিয়েছেন এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় তারা নিয়মিত এই সুযোগ নিচ্ছেন।
চালের খুচরা বিক্রেতা মোবারক হোসেন বলেন, সয়াবিন তেলের মতো চালের দামও সিন্ডিকেটের মাধ্যমে বাড়ানো হচ্ছে এবং সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। তিনি মনে করেন, যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়, তবে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আরেক বিক্রেতা জানান, চাহিদার তুলনায় আড়তদাররা চাল সরবরাহ করছেন না, যা বাজারে সংকট তৈরি করেছে এবং দাম বেড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল আজকের পত্রিকাকে বলেন, সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, টাস্কফোর্স গঠন করে দ্রুত অভিযান চালানো হবে। তিনি আরও বলেন, যদি মিল মালিক বা আড়তদারেরা মজুত করে চালের দাম বাড়ান, তবে তাঁদের ছাড় দেওয়া হবে না।
রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে পাঁচজনের নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলে ঢুকে এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদ চকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করেন ওই ব্যক্তি।
৪ ঘণ্টা আগে